Monday, December 22, 2025

KAFHIL KHAN: বাংলার ঢঙে উত্তরপ্রদেশেও বিজেপি-বিরোধী মঞ্চ গড়া জরুরি, মন্তব্য কাফিল খানের

Date:

Share post:

উত্তরপ্রদেশে সরকারি চিকিৎসক হিসেবে এখনও তাঁর সাসপেনশন বহাল। সেই সাসপেনশন প্রত্যাহারের জন্য ফের দাবি জানালেন চিকিৎসক কাফিল খান। রবিবার কলকাতা প্রেস ক্লাবে বইপ্রকাশ অনুষ্ঠানে এই দাবির সঙ্গে উত্তরপ্রদেশেও বিজেপি-বিরোধী মঞ্চ গড়া জরুরি বলে সাফ জানান কাফিল।২০১৭-য় গোরক্ষপুরে শিশু মৃত্যুর পর যা যা ঘটেছে তার সঙ্গে সেই ঘটনা বই আকারে প্রকাশ করলেন কাফিল খান। এরই পাশাপাশি এরাজ্যে সরকার যদি তাকে জমি দিয়ে সাহায্য করে, তবে একটি কর্পোরেট ধাঁচে হাসপাতাল তৈরি করতে চান এই বিতর্কিত চিকিৎসক। এবং ওই হাসপাতালে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করা হবে বলে জানান তিনি।
কিন্তু উত্তরপ্রদেশ ছেড়ে এখানে কেন? এই প্রশ্নের উত্তরে সে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি।এ বছর উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ ভোটে তাঁর অবস্থান নিয়ে কোনও রাখঢাক না করে কাফিল বলেছেন, বাংলার ঢঙে উত্তরপ্রদেশেও বিজেপি-বিরোধী মঞ্চ গড়া জরুরি। প্রস্তুতি চলছে। যোগী বাবাকে গোরক্ষপুরে ফেরত পাঠাতে মরিয়া চেষ্টা করব।
২০১৭-য় গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজে অক্সিজেন-সঙ্কটে ৫৩ জন শিশুমৃত্যুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই যোগী আদিত্যনাথ সরকারের ‘বিষনজরে’ পরেন কাফিল খান। কখনও কর্তব্যে গাফিলতির মিথ্যে অভিযোগ, কখনও নাগরিকত্ব আইনের প্রতিবাদে নেমে দেশের সুরক্ষা নষ্ট করার দায় তাঁর ঘাড়ে চাপানো হয়েছে। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট থেকে ‘নিষ্কলুষ’ তকমা আদায় করে বার বার স্বমহিমায় ফিরেছেন কাফিল। সুপ্রিম কোর্টেও তাঁর বিরুদ্ধে মামলা ধোপে টেকেনি। তবু কাফিল বললেন, যোগী সরকার আমার চাকরির বিষয়ে হাই কোর্ট, সুপ্রিম কোর্টের কথা শুনছে না। তদন্ত রিপোর্ট চেপে যাচ্ছে। এ মাসেই ফের এলাহাবাদ হাই কোর্টে যাব আমি।
তাঁর ভ্রাম্যমান ডাক্তারখানা ‘ডক্টর্স অন উইল’কে সঙ্গে করে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন কাফিল।তাঁর আক্ষেপ, স্বাধীন দেশে কোনও সরকারই স্বাস্থ্যখাতে জাতীয় সম্পদের এক শতাংশ খরচ করেনি।এই পরিস্থিতেও তিনি তার লড়াই বজায় রাখবেন বলে স্পষ্ট জানিয়ে দেন কাফিল।

spot_img

Related articles

ওডিআই বিশ্বকাপ খেলবেন? ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন রোহিত

২০২৭ সালের বিশ্বকাপে(ODI World Cup) রোহিত শর্মা (Rohit Sharma) খেলবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।  টেস্ট বা টি২০...

সাঁওতালি ভাষা দিবস: উন্নয়নের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই দিনটিকেই প্রতি বছর স্মরণ করা...

রাজাবাজারে যুবকের উপর ছুরি নিয়ে হামলা: খুন ফল ব্যবসায়ী

সাত সকালে হাড়হিম করা খুনের ঘটনা শহরের প্রাণকেন্দ্রে। রাজাবাজারে (Rajabajar) ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের। স্থানীয়দের দাবি,...

মধ্যরাতে বাড়িতে আগুন: হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। বাড়িতে আগুন লেগে গিয়ে বাড়ির ছাল ভেঙে পড়ে তার নিচেই চাপা...