CAB: করোনার থাবা এবার বাংলা ক্রিকেটে

জানা গিয়েছে, ক্রিকেটার-সহ সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট সাতজন আক্রান্ত হয়েছেন। এদিন ক্রিকেটারদের করোনার আক্রান্তের কথা জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।

এবার করোনার ( Corona) থাবা পড়ল বাংলা (Bengal)  সিনিয়র ক্রিকেট দলে। জানা গিয়েছে, ক্রিকেটার-সহ সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট সাতজন করোনায় আক্রান্ত। এদিন ক্রিকেটারদের করোনার আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)। যদিও আক্রান্তের সংখ্যা ও নাম প্রকাশ করা হয়নি সিএবির পক্ষ থেকে।

এদিন প্রেস বিঞ্জপ্তি প্রকাশ করে সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, করোনার কথা চিন্তা করে সতর্কতার জন্য বাংলার ক্রিকেটারদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। তাতেই কয়েকজন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যে সিএবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অবস্থা বিচার করতে মঙ্গলবার জরুরি অ্যাপেক্স বৈঠক ডেকেছে সিএবি । সেখানে পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে। এছাড়াও প্রথম, দ্বিতীয় ডিভিশন এবং জেলার টুর্নামেন্টের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে এদিনের বৈঠকে। ইতিমধ্যেই অ্যাপেক্স কাউন্সিলের মিটিং হওয়ার আগে পর্যন্ত সমস্ত স্থানীয় টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হয়েছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস