Sunday, November 9, 2025

Covid Update: লাফিয়ে বাড়ছে সংক্রমণ, করোনা আক্রান্ত বহু চিকিৎসক: কড়া নজরদারির নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যাঁরা চিকিৎসা করবেন এবার আক্রান্ত তাঁরাই। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে (Hospital) চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। কোভিড (Covid) আক্রান্ত সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রশাসনের তরফ থেকে সর্তকতা জারি করা সত্বেও উদাসীনতার চিত্র দেখা গেল কয়েক জায়গায়। মাস্ক পরা নিয়ে কড়া নজরদারি চালানোর জন্য ডিএম-এসপিদের (DM-SP) নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

রাজ্যের স্বাস্থ্যমহলে করোনার (Corona) থাবা :

• পূর্ব রেল হাসপাতালে ২১জন চিকিৎসক

• এনআরএস-এ চিকিৎসক, নার্স মিলিয়ে ৭০জন

• মেডিক্যাল কলেজের অপথ্যালমোলজি বিভাগে ১২জন

• চিত্তরঞ্জন সেবা সদনে ৩৬ জন

• আহমেদ ডেন্টাল কলেজের ৩০ জন দন্ত চিকিৎসক

• ঢাকুরিয়া আমরি-তে ৪ চিকিৎসক-সহ ১১জন স্বাস্থ্যকর্মী

• আমরির মুকুন্দপুর আর সল্টলেকে ৫ জন

• অ্যাপোলো হাসপাতালে ১০ জন

• আর এন টেগোরে ৪ জন

• ডিসানে ২ জন

• ফর্টিস ৩ জন

এর পাশাপাশি আক্রান্ত উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। কোভিড আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন মালদহের জেলাশাসক,
অতিরিক্ত জেলাশাসক।

রাজ্যে পূর্ব রেলের মোট ১২০জনের দেহে ছড়িয়েছে কোভিড সংক্রমণ।

খড়্গপুর আইআইটিতে পড়ুয়া ও কর্মী-সহ করোনা আক্রান্ত ৩১জন। আইআইটি সূত্রে খবর, তাঁরা ওই ক্যাম্পাসেই আলাদা হয়ে রয়েছেন। আক্রান্ত পড়ুয়াদের রাখা হয়েছে আইআইটি ক্যাম্পাসের স্যার আশুতোষ মুখার্জি হলে। ছাত্ররা প্রথম তলে এবং ছাত্রীদের দ্বিতীয় তলে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের স্টার প্রোডিউসার একতা কাপুরও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান একতা।

তবে আগে থেকেই শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। তাঁর দেহে সংক্রমণ কমেছে। মঙ্গলবার, তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানিয়েছে উডল্যান্ডস কর্তৃপক্ষ। বাড়িতেই আইসোলেশনে থাকবেন তিনি।

এদিকে রয়েছে এত সংক্রমণ বৃদ্ধির মধ্যেও দেখা গিয়েছে সচেতনতার অভাব। বিধাননগর-আসানসোলে মনোনয়নপত্র জমা দিতে চোখে পড়েছে।

এদিকে, কোয়ারান্টান ভেঙে হোটেলের বারান্দায় উল্লাস করায় মহামেডান ক্লাবের ৭ ফুটবলারকে ৩৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...