Friday, January 9, 2026

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা বন্ধের দাবি, জনস্বার্থ মামলা হল হাইকোর্টে

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা বন্ধ করতে হবে, এই দাবিতে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী অভিনন্দন মণ্ডল নামে জনৈক চিকিৎসকের দাবি, গঙ্গাসাগর মেলাতে প্রায় ৩০ লক্ষ মানুষের জমায়েত হয়। যার ফলে করোনা ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকছে। এর ফলে জনস্বাস্থ্য বিঘ্নিত হবে। অবিলম্বে গঙ্গাসাগর মেলা বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি৷ ৫ জানুয়ারি মামলার শুনানি হতে পারে৷

সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই চিকিৎসক গঙ্গাসাগর মেলা বন্ধের আবেদন জানান। তাঁর দাবি, এই মেলায় বিভিন্ন প্রান্তের ৩০ লক্ষের বেশি জনসমাগম হয়ে থাকে। ফলে এমন জনসমুদ্রে দূরত্ববিধি-সহ অন্যান্য কোভিডবিধি মানা সম্ভব নয়। এবারও একই পরিমাণ ভিড় হলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থাকছে। ফলে ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা।

আরও পড়ুন- রোজভ্যালি মামলায় শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

এই বিপুল পরিমাণ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কারণ, লাগাতার পরিষেবা দিতে চিকিৎসকরাও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। তাই, তার আর্জি অতিমারীর ভয়াবহতার কথা মাথায় রেখে এবারের মতো গঙ্গাসাগর মেলা বন্ধ রাখা হোক।

যদিও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ পূণ্যার্থীরা কীভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন-নিরাপত্তায় কী কী করেছে জেলা প্রশাসন ও রাজ্য পুলিস তা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে৷ বিভিন্ন দফতরের মন্ত্রী নজরদারির নির্দেশও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

spot_img

Related articles

ক্রিকেট ম্যাচ চলাকালীন অসুস্থ, মাঠেই প্রাণ হারালেন রঞ্জি ক্রিকেটার

ক্রিকেট মাঠে ফের শোকের ছায়া। স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাচালীন মৃত্যু হল ক্রিকেটারের। মিজোরামের প্রাক্তন রঞ্জি ট্রফি ক্রিকেটার কে...

এজলাসে তুমুল হট্টগোল, পিছিয়ে গেল ইডি-আইপ্যাক মামলার শুনানি 

কলকাতায় আইপ্যাকের (IPAC) অফিস ও সংস্থার কর্ণধরের বাড়িতে ইডি হানার প্রতিবাদে হাইকোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। পাল্টা মুখ্যমন্ত্রী...

অভিষেকের সভামঞ্চে অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)। সভামঞ্চে চোখের জল নিয়ে অভিযোগ জানানো মাত্রই...

মোদির ‘জেদে’ ভেস্তে গিয়েছে বাণিজ্যচুক্তি! শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার

ভারত-আমেরিকা (India-US Trade Deal) দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি তার কারণ নাকি মোদির 'জেদ'! যার জেরে...