Monday, August 25, 2025

মোদি অত্যন্ত অহংকারী: ৫ মিনিটের সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া রাজ্যপাল সত্যপালের

Date:

কৃষক মৃত্যুর ঘটনায় লাগাতার কেন্দ্র সরকারের সমালোচনা করে গিয়েছেন মেঘালয়ের(Meghalaya) রাজ্যপাল(governor) সত্যপাল মালিক(SatyapalMalik)। শুধু তাই নয় কৃষি আইন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন ৫ মিনিটের সাক্ষাতে নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে রীতিমতো ঝগড়া হয় তাঁর। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই প্রসঙ্গ তুলে ধরে মোদিকে ‘ভীষণরকম অহংকারী’ বলে তোপ দাগলেন সত্যপাল।

রবিবার হরিয়ানা দাদরিতে এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। সেখানেই তিনি বলেন, কৃষক সমস্যা ইস্যুতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে ৫ মিনিটের সাক্ষাতে রীতিমতো ঝগড়া হয় তার সঙ্গে। উনি অত্যন্ত অহংকারী। যখন আমি তাকে বলি আমাদের ৫০০ কৃষক মারা গিয়েছেন, শুনে তিনি বলেন, আমার জন্য মরেছে? আমি পাল্টা তাকে জানাই, আপনার জন্যই মারা গিয়েছে, কারণ আপনিতো এখন রাজা হয়ে গিয়েছেন। এই বক্তব্যের পর তিনি রীতিমতো ঝগড়া করেন আমার সঙ্গে।” মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করে ছিলেন সত্যপাল। মেঘালয় রাজ্যপাল তোপ দেগে আরো বলেন, যদি কোন কুকুর পর্যন্ত মারা যায় প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠান, অথচ এতজন কৃষকের মৃত্যুর পরও তিনি পুরোপুরি নিশ্চুপ।

আরও পড়ুন:Abhishek Banerjee: কংগ্রেসেকে দুর্বল করছে না তৃণমূল, লক্ষ্য বিজেপিকে হারানো: অভিষেক

উল্লেখ্য, মোদি সরকারের বিরুদ্ধে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের তোপ এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাশাপাশি সরাসরি তিনি আক্রমণ জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে। সাম্প্রতিক সময়ে কৃষি আইনকে নিয়ে তার আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। এবার অতীতে মোদি সাক্ষাতের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রীকে অত্যন্ত অহংকারী বলে কটাক্ষ করলেন মেঘালয়ের রাজ্যপাল।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version