Saturday, August 23, 2025

Atk Mohunbagan: হায়দরাবাদ ম‍্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া বাগান কোচ

Date:

জুয়ান ফেরান্ডোর( juan ferrando) হাত ধরে পরপর দু’ম‍্যাচ জিতে লিগ টেবিলে ভালো জায়গায় এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। ৮ ম‍্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে বাগান ব্রিগেড। এক্ষেত্রে আগামীকাল হায়দরাবাদ এফসির ( Hyderabad fc) বিরুদ্ধে জিতলেই লিগ টেবিলের শীর্ষে উঠে আসবে জুয়ান ফেরান্ডোর দল। আর তাই বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড। তবে আগামী ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ সবুজ-মেরুন কোচের।

এদিন হায়দরাবাদ ম্যাচ নিয়ে ফেরান্ডো বলেন,”খুবই বড় ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। হায়দরাবাদ এফসি খুবই ভালো দল এবং ওদের খেলা খুবই ভালো। ওরা আমাদের বেগ দিতে পারে। ওদের প্রচুর শক্তিশালী জায়গা রয়েছে। প্রথমেই ওদের সেন্টার ব্যাক দুজন, দুই সাইড ব্যাক সব সময় আক্রমণের জন্য মুখিয়ে থাকে। জোয়াও ভিক্টরের নেতৃত্বে দলটা পুরো খেলে। এডু গার্সিয়া দলের একজন পারফেক্ট নম্বর ১০, আক্রমনে দলকে সাহায্য করে। আর ওগবেচে তো রয়েইছে, একজন সঠিক নাম্বার ৯।”

চোট রয়েছে শুভাশিস বোসের। শুভাশিসের চোট নিয়ে ফেরান্ডো বলেন, “ওর চোট এখনও একই রয়েছে। আমি দুঃখিত ওর জন্য, কারণ ও একজন ভালো খেলোয়াড়। কিন্তু জরুরি হল ওর দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং খেলোয়াড়দের ওর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সাহায্য করা। আমরা পরিস্থিতি কাটিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

কোচ বদল হতেই ভাগ‍্য বদল হয়েছে বাগানের। নতুন কোচের হাত ধরে কী জয়ের হ‍্যাটট্রিক করবে বাগান ব্রিগেড? এই প্রশ্নে ফেরান্ডো বলেন, “প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। খুব ভালো সুযোগ আমাদের জন্য, খুব ভালো সুযোগ খেলোয়াড়দের জন্য, খুব ভালো সুযোগ দলের জন্য কারণ ওরা গত দুই সপ্তাহ ধরে প্রচন্ড পরিশ্রম করছে। আমরা প্রতি ম‍্যাচই জয় চাই।”

আরও পড়ুন:Sourav Ganguly: পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে রঞ্জি ট্রফি, জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট, প্রথম রঞ্জি ম্যাচের জন্য দল ঘোষণা বাংলার

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version