Thursday, December 18, 2025

শহরের তিনটি গার্লস কলেজে ইউনিট খুললো TMCP, শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই ছাত্র স্বার্থে কাজ

Date:

Share post:

শহরের আরও তিনটি কলেজে ইউনিট করল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। দীর্ঘদিন ধরে এই কলেজগুলির পড়ুয়াদের ইউনিট খোলার জন্য আবেদন ছিল তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের কাছে। সেইমতো গত পয়লা জানুয়ারি, তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবসের দিন যোগমায়াদেবী, শিবনাথ শাস্ত্রী এবং সাউথ ক্যালকাটা গার্লস কলেজ ইউনিট খোলে তৃণমূল ছাত্র পরিষদ। এই তিনটি কলেজে দক্ষিণ কলকাতার। এবং প্রতিটি কলেজ-ই গার্লস।

দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্রযুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে ইউনিট খোলা হয় এই তিনটি কলেজে। এ প্রসঙ্গে ছাত্রনেতা সার্থক বলেন, “এই তিনটি কলেজ এতদিন পর্যন্ত আমাদের কোনও ইউনিট ছিল না। কিন্তু এখানকার ছাত্রীরা বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের কাছে ইউনিট খোলার আবেদন জানান। পড়ুয়াদের স্বার্থে শীর্ষ নেতৃত্বের অনুমতিতে ইউনিট খেলা হয় এই তিনটি কলেজে। করোনা মহামারীর জন্য এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। তাই অধ্যক্ষের কাছে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি গিয়ে আবেদন জমা করেন। সেইমতো ইউনিট খোলা হয়। আগামিদিনে যখন কলেজগুলি খুলবে, তখন সেখানে পড়ুয়াদের স্বার্থে কাজ করবে তৃণমূল ছাত্র পরিষদ।”

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাংলার ছাত্রী সমাজ আজ রাজনীতিতে অনুপ্রাণিত। এই তিনটি গার্লস কলেজে ইউনিট করার মাধ্যমেই তা প্রমাণ হয়ে গেল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় ছাত্র রাজনীতি করেই উঠে এসেছিলেন। মহামারির জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি এখন বন্ধ। যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে গোটা বাংলা জুড়ে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালযয়ে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র স্বার্থ কাজ করবে।”

আরও পড়ুন:Corona: রাজ্যে করোনা চিকিৎসায় বন্ধ অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ: নির্দেশ স্বাস্থ্য ভবনের

spot_img

Related articles

টেলিভিশনের সম্প্রচারিত হবে না অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ঘোষণা অস্কার কমিটির 

দীর্ঘ সময় ধরে চলে আসা চেনা হলিউডি প্রথার অবসান। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Oscar Award Ceremony) সম্প্রচারে এবার...

রাজ্যে ২ কোটি কর্মসংস্থান, কমেছে ৪০ শতাংশ বেকারত্ব: উন্নয়নের খতিয়ান তুলে বিরোধীদের অপপ্রচারের জবাব মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পে জোয়ার। ২ কোটি কর্মসংস্থান হয়েছে। কমেছে ৪০ শতাংশ বেকারত্ব। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে জানালেন মুখ্যমন্ত্রী...

পৃথিবীর গ্ল্যামার ছাড়িয়ে অনন্ত আলোকে প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া মেহের ক্যাস্তেলিনো

প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া ও বিশিষ্ট ফ্যাশন সাংবাদিক মেহের কাস্তেলিনো (Meher Castelino) প্রয়াত। বুধবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়েছে।...

নয়াদিল্লির নির্দেশে বৃহস্পতিতে দিনভর রাজশাহী-খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ!

ঢাকার পর এবার বাংলাদেশের রাজশাহী ও খুলনাতেও ভারতীয় ভিসা কেন্দ্র (India Visa Center) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়া...