Monday, November 17, 2025

শহরের তিনটি গার্লস কলেজে ইউনিট খুললো TMCP, শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই ছাত্র স্বার্থে কাজ

Date:

Share post:

শহরের আরও তিনটি কলেজে ইউনিট করল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। দীর্ঘদিন ধরে এই কলেজগুলির পড়ুয়াদের ইউনিট খোলার জন্য আবেদন ছিল তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের কাছে। সেইমতো গত পয়লা জানুয়ারি, তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবসের দিন যোগমায়াদেবী, শিবনাথ শাস্ত্রী এবং সাউথ ক্যালকাটা গার্লস কলেজ ইউনিট খোলে তৃণমূল ছাত্র পরিষদ। এই তিনটি কলেজে দক্ষিণ কলকাতার। এবং প্রতিটি কলেজ-ই গার্লস।

দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্রযুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে ইউনিট খোলা হয় এই তিনটি কলেজে। এ প্রসঙ্গে ছাত্রনেতা সার্থক বলেন, “এই তিনটি কলেজ এতদিন পর্যন্ত আমাদের কোনও ইউনিট ছিল না। কিন্তু এখানকার ছাত্রীরা বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের কাছে ইউনিট খোলার আবেদন জানান। পড়ুয়াদের স্বার্থে শীর্ষ নেতৃত্বের অনুমতিতে ইউনিট খেলা হয় এই তিনটি কলেজে। করোনা মহামারীর জন্য এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। তাই অধ্যক্ষের কাছে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি গিয়ে আবেদন জমা করেন। সেইমতো ইউনিট খোলা হয়। আগামিদিনে যখন কলেজগুলি খুলবে, তখন সেখানে পড়ুয়াদের স্বার্থে কাজ করবে তৃণমূল ছাত্র পরিষদ।”

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাংলার ছাত্রী সমাজ আজ রাজনীতিতে অনুপ্রাণিত। এই তিনটি গার্লস কলেজে ইউনিট করার মাধ্যমেই তা প্রমাণ হয়ে গেল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় ছাত্র রাজনীতি করেই উঠে এসেছিলেন। মহামারির জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি এখন বন্ধ। যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে গোটা বাংলা জুড়ে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালযয়ে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র স্বার্থ কাজ করবে।”

আরও পড়ুন:Corona: রাজ্যে করোনা চিকিৎসায় বন্ধ অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ: নির্দেশ স্বাস্থ্য ভবনের

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...