Saturday, January 31, 2026

শহরের তিনটি গার্লস কলেজে ইউনিট খুললো TMCP, শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই ছাত্র স্বার্থে কাজ

Date:

Share post:

শহরের আরও তিনটি কলেজে ইউনিট করল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। দীর্ঘদিন ধরে এই কলেজগুলির পড়ুয়াদের ইউনিট খোলার জন্য আবেদন ছিল তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের কাছে। সেইমতো গত পয়লা জানুয়ারি, তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবসের দিন যোগমায়াদেবী, শিবনাথ শাস্ত্রী এবং সাউথ ক্যালকাটা গার্লস কলেজ ইউনিট খোলে তৃণমূল ছাত্র পরিষদ। এই তিনটি কলেজে দক্ষিণ কলকাতার। এবং প্রতিটি কলেজ-ই গার্লস।

দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্রযুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে ইউনিট খোলা হয় এই তিনটি কলেজে। এ প্রসঙ্গে ছাত্রনেতা সার্থক বলেন, “এই তিনটি কলেজ এতদিন পর্যন্ত আমাদের কোনও ইউনিট ছিল না। কিন্তু এখানকার ছাত্রীরা বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের কাছে ইউনিট খোলার আবেদন জানান। পড়ুয়াদের স্বার্থে শীর্ষ নেতৃত্বের অনুমতিতে ইউনিট খেলা হয় এই তিনটি কলেজে। করোনা মহামারীর জন্য এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। তাই অধ্যক্ষের কাছে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি গিয়ে আবেদন জমা করেন। সেইমতো ইউনিট খোলা হয়। আগামিদিনে যখন কলেজগুলি খুলবে, তখন সেখানে পড়ুয়াদের স্বার্থে কাজ করবে তৃণমূল ছাত্র পরিষদ।”

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাংলার ছাত্রী সমাজ আজ রাজনীতিতে অনুপ্রাণিত। এই তিনটি গার্লস কলেজে ইউনিট করার মাধ্যমেই তা প্রমাণ হয়ে গেল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় ছাত্র রাজনীতি করেই উঠে এসেছিলেন। মহামারির জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি এখন বন্ধ। যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে গোটা বাংলা জুড়ে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালযয়ে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র স্বার্থ কাজ করবে।”

আরও পড়ুন:Corona: রাজ্যে করোনা চিকিৎসায় বন্ধ অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ: নির্দেশ স্বাস্থ্য ভবনের

spot_img

Related articles

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন...

মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা! SIR-এ স্কুল শিক্ষকদের চাপে তোপ ব্রাত্যর

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত যে ১৪০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বিএলও মৃত্যুর সংখ্য়াটাও কম নয়। কারো...

উদ্ধার আরও দু’জনের ঝলসানো দেহাংশ! আনন্দপুর অগ্নিকান্ডে মৃত বেড়ে ২৭

আনন্দপুর অগ্নিকান্ডে (Anandapur Massive fire) ছাইয়ের স্তূপ থেকে শনিবার ভোরে উদ্ধার হল আরও দুজনের ঝলসানো দেহ। এই নিয়ে...

বাংলায় আগুন রাজনীতি শাহর: বিজেপি রাজ্যে ক্ষতিপূরণ কোথায়, দ্বিচারিতা স্পষ্ট করলেন ব্রাত্য

বাংলার মানুষকে দেওয়ার জন্য ভাঁড়ার শূন্য বিজেপির। নিজেদের খামতি ঢাকতে ব্যস্ত বঙ্গ বিজেপির নেতা থেকে মোদি-শাহ। এবার কলকাতার...