করোনা আক্রান্তদের জন্য হোম আইসোলেশনের মেয়াদ কমিয়ে নয়া বিজ্ঞপ্তি কেন্দ্রের

দেশে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ(Covid 3rd wave)। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার পেরিয়ে গিয়েছে, মৃতের সংখ্যা ৫৩৪। এহেন পরিস্থিতিতে করোনার বাড়বাড়ন্তে লাগাম টানতে মৃদু লক্ষণ ও লক্ষণহীন আক্রান্তদের জন্য হোম আইসোলেশনের(home isolation) নয়া গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Central health ministry)। যেখানে বলা হয়েছে হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের ছুটি দেওয়া হবে যারা অন্তত ৭ দিন ঘরবন্দী হয়ে থেকেছেন। এর পাশাপাশি সেই সকল আক্রান্তদের হোম আইসোলেশন থেকে ছুটি দেওয়া হবে যাদের তিন দিনের মধ্যে কোনওরকম জ্বর আসেনি। উল্লেখ্য, পূর্বে এই আইসোলেশন এর মেয়াদ ছিল ১৪ দিন।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে,

  • মৃদু লক্ষণযুক্ত আক্রান্তরা বাড়িতেই থাকবে। বাড়িতে থাকতে হবে উপযুক্ত ভেন্টিলেশনের ব্যবস্থা।
  • আক্রান্তদের অবশ্যই পরতে হবে ট্রিপল লেয়ারের মাস্ক।
  • আক্রান্ত যত বেশি সম্ভব তরল খাবার খাবেন।
  • যে সমস্ত আক্রান্তের এইচআইভি রয়েছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে থাকতে পারবেন।
  • মৃদু লক্ষণযুক্ত লক্ষণহীন আক্রান্ত, যাদের অক্সিজেন স্যাচুয়েশন ৯৩ শতাংশের ওপরে রয়েছে তাদের হোম আইসোলেশনে থাকতে হবে।
  • মৃদু লক্ষণযুক্ত লক্ষণহীন আক্রান্তদের জেলা স্তরের কন্ট্রোল রুমের সঙ্গে লাগাতার সম্পর্কে থাকতে হবে। যাতে প্রয়োজন অনুযায়ী টেস্টিং এবং হসপিটালে বেড সময় মত পেতে পারেন।
  • আক্রান্তদের স্টেরয়েড নেওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি ডাক্তারের অনুমতি ছাড়া সিটিস্ক্যান ও চেস্ট এক্স-রে করা যাবে না।
  • আক্রান্ত হওয়ার পর সাত দিন হোম আইসোলেশন এ থাকলে এবং তিন দিন শরীরে জ্বরের লক্ষন দেখা না গেলে হোম আইসোলেশন শেষ বলে মানা হবে। দ্বিতীয় বার টেস্ট করারও প্রয়োজন নেই।

Previous articleBangladesh Cricket: ইতিহাস গড়ল বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার কিউয়িদের হারাল বাংলা টাইগার্সরা
Next articleTamim Iqbal: কিউয়িদের হারানোর পরই, মমিনুল হকদের বিশেষ বার্তা একদিনের দলের অধিনায়ক তামিম ইকবালের