SET: SET স্থগিত রাখতে মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে আর্জি সরকারি কলেজ শিক্ষক সংগঠনের

রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড (Covid) সংক্রমণ। ইতিমধ্যেই সরকারি নির্দেশে বন্ধ করা হয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে, ৯ জানুয়ারি কলেজ সার্ভিস কমিশনের স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET)-এর দিন নির্ধারিত আছে। কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি দিয়েছে সরকারি কলেজ শিক্ষক সংগঠন।

আরও পড়ুন:Delhi Fire:রাজধানীর চাঁদনি চক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই বহু দোকান

সরকারি কলেজ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে পরীক্ষা স্থগিত করার আর্জি জানানো হয়েছে। বদলে ১৫ জানুয়ারির পরে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, একাধিক পুলিশ আধিকারিক, কলেজ সার্ভিস কমিশনের কর্মী করোনা আক্রান্ত। সেই কারণেই পরীক্ষা আপাতত স্থগিত করা হোক। সরকারি তরফে এবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

Previous articleDelhi Fire:রাজধানীর চাঁদনি চক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই বহু দোকান
Next articleSourav Ganguly: কবে থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেট লিগ? কী বললেন বিসিসিআই সভাপতি?