দেশে হানা দিয়েছে করোনার(covid) তৃতীয় ঢেউ। ভালো নেই পশ্চিমবঙ্গও(West Bengal)। এ রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা পার করলো ১৫ হাজারের গন্ডি। একই সঙ্গে মৃত্যু হয়েছে ১৯ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়েছেন ৭৩৪৩ জন। যা আক্রান্তের নিরিখে অনেক কম। করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থায় রয়েছে শহর কলকাতা। শেষ ২৪ ঘন্টায় এই শহরে আক্রান্ত হয়েছেন ৬৫৬৯ জন। সব মিলিয়ে পজিটিভিট রেট দাঁড়াল ২৪.৭১ শতাংশ।

আরও পড়ুন:প্রয়াত মজিবুরকে ত্রিপুরায় চোখের জলে শেষশ্রদ্ধা তৃণমূল নেতৃত্বের, শুক্রবার শেষকৃত্য

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে দফায় দফায় বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় তার ৮ হাজারেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ১০১। রাজ্যে মোট করোনা রোগী ১৬ লক্ষ ৯৩ হাজার ৭৪৪। মৃত্যু হয়েছে মোট ১৯, ৮৪৬ জনের। সুস্থ রোগীর সংখ্যা ১৬,৩২,৭৯৭। সুস্থতার হার ৯৬.৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬২,৪১৩ টি নমুনা পরীক্ষার মধ্যে ২৪.৭১ শতাংশ রিপোর্টই পজিটিভ। বুধবারও যা ছিল ২৩ শতাংশের বেশি। এদিকে কলকাতার পাশাপাশি আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে ২৫৬০ জন আক্রান্ত হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া, একদিনে আক্রান্ত ১২৪৮ জন। এছাড়া আর কোন জেলায় আক্রান্তের সংখ্যা হাজার পার করেনি।
