৫০ শতাংশ আসন খালি রেখে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানই খোলা রয়েছে রাজ্যে। এবার কোভিড বিধি কিছুটা শিথিল করে সেলুন ও বিউটি পার্লারকেও (Saloon-Beauly Parlor) সেই তালিকায় অন্তর্ভুক্ত করল নবান্ন (Nabanna)। শনিবারই, নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, ৫০ শতাংশ আসন খালি রেখে রাত ১০টা অবধি বিউটি পার্লার, সেলুন খোলা রাখা যাবে।
আরও পড়ুন:Sujit Basu: ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েও ফের করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু

তবে, এই নির্দেশিকায় বেশ কয়েকটি বিধি মেনে চলার কথা বলা হয়েছে।
• ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন, পার্লার খোলা রাখা যাবে।

• কোনওভাবেই একসঙ্গে বেশি লোকের ভিড় করা যাবে না।


• সেলুন বা বিউটি পার্লারে যেসব কর্মী কাজ করবেন, তাঁদের সম্পূর্ণ টিকাকরণ হতে হবে।

• কোভিড প্রোটোকল (Covid Protocol) সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।

• সেলুন এবং বিউটি পার্লার নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্যানিটাইজ করতে হবে।
২ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিউটি পার্লার, সেলুন, জিম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কিছুটা নিয়ম শিথিল করে সেলুন ও বিউটি পার্লার খোলার বিষয়ে নির্দেশ জারি করা হলেও, জিম খোলার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
