Kolkata Police: করোনা আক্রান্ত কলকাতা পুলিশের আরও ৫৯ জন, উদ্বেগে লালবাজার

ফাইল ছবি

বাড়ছে করোনার দাপট আক্রান্ত হচ্ছেন প্রথম শ্রেণির কোভিড যোদ্ধারা। ফের কলকাতা পুলিশের ৫৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল। ফলে তৃতীয় ঢেউয়ে কলকাতা শুধুমাত্র পুলিশেরই মোট ৩৫৪ জন করোনা আক্রান্ত হলেন৷ বাদ পড়েননি কলকাতা পুলিস কমিশনার, যুগ্ম কমিশনার থেকে শুরু একাধিক পদস্থ কর্তা৷ যদিও আপাতত তাদের মধ্যে ৩০ জন সেরে উঠেছেন।

আরও পড়ুন:Weather Forecast: ভরা পৌষেও বৃষ্টি,উধাও শীতের আমেজ

করোনা আক্রান্ত হয়েছেন সিবিআই আধিকারিকরাও৷ নিজাম প্যালেস ও সল্টলেকের সিজিও কমপ্লেক্স মিলিয়ে ১৩ জন সিবিআই অফিসার করোনা আক্রান্ত৷ তাঁরা সিবিআইয়ের ব্যাঙ্ক জালিয়াতি, চিটফান্ড তদন্ত ও দুর্নীতিদমন শাখার অফিসার৷ এই পরিস্থিতিতে ৪০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাচ্ছে সিবিআই কর্তারা।

বড়দিন ও বর্ষবরণ উৎসবের উপলক্ষে কলকাতার রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ অনুমান, ডিউটি করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন সকলে৷ এত বেশি সংখ্যক পুলিশ একসঙ্গে আক্রান্ত হওয়ায় কপালে ভাঁজ পড়েছে লালবাজার কর্তৃপক্ষর। কলকাতা পুলিশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৪ জন। তার মধ্যে ১১ জন আইপিএস অফিসার। আক্রান্তদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন৷ কেউ কেউ রয়েছেন হোম আইসোলেশনে৷

Previous articleWeather Forecast: ভরা পৌষেও বৃষ্টি,উধাও শীতের আমেজ
Next articleCovid Update: লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংক্রমণ, পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী