Sunday, November 9, 2025

Abhishek Banerjee: অভিষেক মডেল: ডায়মন্ড হারবারে কোভিড কন্ট্রোল রুম

Date:

দক্ষিণ ২৪ পরগনাতে সংক্রমণের হার উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে শনিবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে একগুচ্ছ বিধির কথা ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhya)। কার্যত রাজ্যের মধ্যে তাঁর কেন্দ্রকে একটা মডেল হিসেবে তুলে ধরছেন অভিষেক। সেই বিধির মধ্যে ছিল, প্রত্যেক ওয়ার্ড ও পঞ্চায়েতে একটি করে কন্ট্রোল রুম (Control Room) চালু। অভিষেকের নির্দেশের ৪০ ঘণ্টার মধ্যেই খোলা হল কন্ট্রোল রুম।

তৃণমূল সাংসদের নির্দেশে, জেলা স্তরে বা মহকুমা স্তরের পরে এবার প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে একটি করে কন্ট্রোল রুম খোলা হল। অভিষেক জানিয়েছিলেন, ওই সব এলাকায় কারও করোনা উপসর্গ দেখা দিলে, তাঁরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। তাঁর ঘোষণার ৪০ ঘণ্টার মধ্যেই সোমবার, কন্ট্রোল রুম চালু হল। এরপরই সেখানে উপস্থিত হন স্থানীয়রা। সম্পূর্ণ ভাবে কোভিড বিধি মেনে কন্ট্রোলরুম থেকে তাঁদের সাহায্য করা হয়।

সেদিন বৈঠক থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ডায়মন্ড হারবারে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও ধর্মীয় বা রাজনৈতিক সমাবেশ হবে না। তিনি বলেছিলেন, মানুষের জীবন অনেক দামী। এখন রাজনীতি নয়, জীবন এবং সমাজকে বাঁচাতে হবে। এই কারণে অভিষেক বলেন, সব জায়গাতেই মেলা-ভোট বন্ধ থাকুক- এটা তাঁর ব্যক্তিগত মত।

অভিষেক জানিয়েছিলেন, ডায়মন্ড হারবারে চালু হবে ডক্টর অন হুইলস। এলাকায় ঘুরবেন চিকিৎসকেরা। কারও কোভিডের উপসর্গ থাকলে, তাঁরা চিকিৎসকের কাছে যেতে পারবেন সহজেই। এর পাশাপাশি, বাড়িবাড়ি অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করার কথা বলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিশেষজ্ঞ মহলের মতে, ডায়মন্ড হারবার গোটা রাজ্যের সামনে মডেল হয়ে উঠছে।

আরও পড়ুন:দলের কেউ খোঁজ নেয়নি, মুখ্যমন্ত্রীর ফল-মিষ্টি পেয়ে আপ্লুত বিজেপি নেতা

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version