IPL: করোনার মাঝে আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড : সূত্র

দেশের আলাদা আলাদা রাজ্যে আইপিএলের ম‍্যাচ না করে শুধু মহারাষ্ট্রে ম‍্যাচ করানোর ভাবনায় বিসিসিআই।

দেশে বেড়েই চলেছে করোনা ( Corona) সংক্রমণ। করোনার থাবায় জর্জরিত গোটা দেশ। এপ্রিল মাসে শুরু হতে চলেছে আইপিএল (Ipl)। সূত্রের খবর করোনা সংক্রমণ বেড়ে চলায় আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দেশের আলাদা আলাদা রাজ্যে আইপিএলের ম‍্যাচ না করে শুধু মহারাষ্ট্রে ম‍্যাচ করানোর ভাবনায় বিসিসিআই। জানা যাচ্ছে, এই বিষয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা চলছে তাদের।

এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল এবং মহারাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সব খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, বোর্ডের অন্তর্বর্তী সিইও তথা আইপিএলের চিফ অপারেটিং অফিসার ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাতিলের সঙ্গে দেখা করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তাঁরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করবেন বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, মহারাষ্ট্রে খেলা হলে কী কী অনুমতি নিতে হবে বা কী কী ব্যবস্থা করতে হবে সেই বিষয়ে সেখানে আলোচনা হওয়ার কথা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Previous articleলক্ষ্য “ফিট” শিলিগুড়ি, ক্ষমতায় এলে পাড়ায় পাড়ায় মহিলাদের জন্য জিম দেবে বামেরা
Next articleKunal Sarkar: ২ মাস বন্ধ থাকুক ভোট-মেলা: অভিষেকের মতামতকে পূর্ণ সমর্থন কুণাল সরকারের