Thursday, December 4, 2025

Sc EastBengal: মুম্বই ম‍্যাচের ধারাবাহিকতা জামশেদপুর ম‍্যাচে ধরে রাখার ইঙ্গিত লাল-হলুদ ব্রিগেডের

Date:

Share post:

মঙ্গলবার আইএসএলের ( ISL) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল( SC EastBengal)। প্রতিপক্ষ জামশেদপুর এফসি (Jamshedpur Fc)। শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসিকে (Mumbai city fc) আটকে দুরন্ত ফুটবল উপহার দেয় লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার জামশেদপুর এফসির বিরুদ্ধেও সেই খেলায় ধরে রাখার ইঙ্গিত দিলেন এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং।

মঙ্গলবার জামশেদপুরের বিরুদ্ধে বিদেশিহীন নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। ড‍্যানিয়েল চিমা পাড়ি দিয়েছেন দেশে। পেরোসিভিচ নির্বাসিত। বাকি বিদেশি ফুটবলারের চোট। তাই জামশেদের বিরুদ্ধে ১১ জন ভারতীয়কে নিয়েই নামতে হবে এসসি ইস্টবেঙ্গলকে। কোচ রেনেডি সিংও জানিয়ে দিলেন, এ ছাড়া তাঁর কাছে আর কোন উপায় নেই।

সাংবাদিক সম্মেলনে রেনেডি বলেন,” দলের অনেকেই চোট পেয়েছে। আমার সামনে এ ছাড়া কোনও রাস্তা নেই। তবে যারাই খেলুক, আমি আত্মবিশ্বাসী, সবাই নিজেদের সেরাটা দেবে। আমরা যদি নিজেদের কাজ ঠিকমতো করতে পারি, তা হলে জামশেদপুর ভাল দল হওয়া সত্ত্বেও সমস্যায় পড়তে পারে। ওদের কাজটা কঠিন করে তুলতে হবে এই খেলোয়াড়দেরই। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে ওদের।”

শেষ দুই ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স লাল-হলুদের। জামশেদপুরের বিরুদ্ধে কি একই মানসিকতা দেখা যাবে? এই নিয়ে রেনেডি বলেন,”এটা ঠিকই যে গত দু’টি ম্যাচে আমাদের ডিফেন্স যথেষ্ট গোছানো ফুটবল খেলেছে। বেঙ্গালুরুও লিগের অন্যতম সেরা আক্রমণাত্মক দল, মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু এই ম্যাচেও আগে আমাদের রক্ষণ শক্তপোক্ত রেখে আক্রমণে উঠতে হবে। ফুটবল যেমন একসঙ্গে আক্রমণে ওঠা, তেমনই একসঙ্গে ডিফেন্সও করা। জামশেদপুর যথেষ্ট ভাল দল। ওদের কয়েকজন ভাল খেলোয়াড় আছে। যেমন গ্রেগ স্টুয়ার্ট, ডিফেন্ডার পিটার হার্টলে। ভারতীয় খেলোয়াড় লেনও যথেষ্ট ভাল। তবে আমাদের নিজেদের খেলায় মন দিতে হবে। আমরা আশাবাদী দল খুব ভালো পারফরম্যান্স করবে।”

আরও পড়ুন:Breakfast sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

শারীরিক প্রতিবদ্ধকতাকে হারিয়ে সফল দাবা প্রশিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন যুধাজিৎ

শারীরিক প্রতিবদ্ধকতাকে হেলায় হারাচ্ছেন মগাজাস্ত্রের চালে। দৃষ্টিহীন হয়েও দাবার প্রতি ভালোবাসা কমেনি উত্তরপাড়ার যুধাজিৎ দে-র(Judhajit Dey )।  নিজে...

ভাঙন রোধে ১৫০০ কোটির পরিকল্পনায় ভ্রুক্ষেপ নেই, হয়নি ড্রেজিং: কেন্দ্রকে ফের দুষলেন মুখ্যমন্ত্রী

বারবার জানানো সত্ত্বেও আজও ফরাক্কায় ড্রেজিং হয়নি। যার ফলে গঙ্গাভাঙনে ভিটে-মাটি খোয়াতে হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদের বাসিন্দাদের। শুধু...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়: নাম না করে হুমায়ুনকে নিশানা মমতার, বহরমপুরের সভায় সম্প্রীতির বার্তা

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক...