Monday, August 25, 2025

জন্মদিনে স্বামীজিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ালো খোদ মোদি সরকার, দেশজুড়ে বিতর্ক

Date:

আজ দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্ম দিবস। তবে তার আগেই ভারতীয় এই মহাপুরুষকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠল খোদ মোদি সরকারের(Modi govt) বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে নানা মহলে। স্বামী বিবেকানন্দের মত ভারত ইতিহাসের এক প্রাণপুরুষকে নিয়ে এমন মিথ্যা তথ্য ছড়ানোয় বিজেপিকে তুলোধনা করতে দেখা গেল তৃণমূলকে(TMC)।

গত মঙ্গলবার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে ‘নিউ ইন্ডিয়া সমাচার’ শীর্ষক একটি লেখা তুলে ধরা হয় টুইটারে। লেখার বিষয়বস্তু ছিল স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ। লেখার একটি অংশে ‘গোল্ডেন পিরিয়ড’ প্যারাগ্রাফে ১৯৪৭ সাল থেকে বিভিন্ন ঘটনার কথা তুলে ধরা হয়েছে। যেখানে ভক্তি আন্দোলনের কথা রয়েছে। আর উল্লেখ করা হয়েছে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রসঙ্গ। তাৎপর্যপূর্ণভাবে মোদি সরকারের ওই লেখায় বলা হয়েছে, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে ত্বরান্বিত করা কিংবা উৎসাহ দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, রমনা মহর্ষি। আর ঠিক এখানেই মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর বাবার, ছত্তিশগড়ে চাঞ্চল্য

প্রশ্ন উঠছে, স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন ১৮৬৩ সালে। কিন্তু সিপাহী বিদ্রোহ হয় ১৮৫৭ সালে। তাহলে কিভাবে এই বিদ্রোহের স্বামীজি যুক্ত থাকতে পারেন? আর কেন্দ্রীয় সরকারের তরফে কিভাবে এমন দায়িত্বজ্ঞানহীন তথ্য তুলে ধরা হল সামাজিক মাধ্যমে। এই ঘটনায় তোপ দেগে তৃণমূলের তরফে জানানো হয়েছে, অমৃত মহোৎসব পালন করছে মোদি সরকার। অথচ ভুল তথ্য পরিবেশন চলছে লাগাতার। ‌রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, ধর্মীয় জিগির তুলে নামের অপব্যবহার করছে মোদি সরকার। গণতন্ত্রকে মূর্খতন্ত্রে পরিণত করতে চায় তারা। ওরা নিজেরা মূর্খ, ফলে অন্যদেরও মূর্খ বানানোর অপকৌশলে মেতেছে।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version