করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত, এখনও ICU-তে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

চিকিৎসায় অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যবহার করা হতে পারে

গত শনিবার ভর্তি হয়েছিলেন করোনা নিয়ে। এখন নিউমোনিয়াতেও আক্রান্ত। তাই এখনই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনা নেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। তাঁর শারীরিক অবস্থা দেখে এদিনও তাঁকে ICU-তেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও করোনার মৃদু উপসর্গ রয়েছে তাঁর। ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁর চিকিৎসায় অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যবহার করা হতে পারে। তবে তাঁর বয়স ৯২ বছর হওয়ায় প্রতিটি পদক্ষেপই অত্যন্ত ভেবেচিন্তে নিচ্ছেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁর অগণিত ভক্তকূলও।

আরও পড়ুন- মোদির নিরাপত্তায় গলদ: অবসরপ্রাপ্ত সুপ্রিম বিচারপতির নেতৃত্বে গঠিত হল তদন্ত কমিটি

বয়সের কারণে কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাঁকে আইসিইউ-তেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আরও অন্তত ১০-১২ দিন আইসিইউ-তে রাখা হবে তাঁকে। সেখানে চিকিৎসকদের অবজারভেশনে থাকবেন তিনি। সুতরাং, কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে এখনই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে না।

 

Previous articleআরটিপিসিআর ছাড়া গঙ্গাসাগরে যাওয়া যাবে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী
Next articleSwapan Banerjee: বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দোপাধ‍্যায়ের মুকুটে নয়া পালক