Swapan Banerjee: বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দোপাধ‍্যায়ের মুকুটে নয়া পালক

গোটা বিষয়টিতে আমি গর্ববোধ করছি, বললেন স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়।

বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট (Bengal Olympics Association )স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়ের (Swapan Banerjee)  মুকুটে নয়া পালক। ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের ( Indian Olympics Association) পক্ষ থেকে ১৯তম এশিয়ান গেমসের ডেপুটি শেফ দ্য মিশন করা হল স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়কে। যা ২০২২ সালে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে চীনে। মঙ্গলবার এমনটা জানানহল  ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই স্বীকৃতি পেয়ে আপ্লুত স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন এখন বিশ্ববাংলা সংবাদকে স্বপন বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, “গোটা বিষয়টিতে আমি গর্ববোধ করছি। ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রসিডেন্ট নরেন্দর ধ্রুব বার্তা এই স্বীকৃতি দেওয়াতে একজন বাঙালি হিসাবে, বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে গর্ববোধ করছি। মাননীয় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সহযোগিতায় খেলাধুলাও অনেক উন্নতি হয়েছ। আমি চাই আমি যে দায়িত্ব পেয়েছি, তা সম্পূর্ণ ভাবে পালন করব। ১৯তম এশিয়ান গেমসে খেলোয়াড়রা উন্নতি করতে পারে সেই দিকেই আমার নজর।”

বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টের পাশাপাশি বেঙ্গল হকির প্রেসিডেন্ট ও স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়। রাজ‍্যের ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতিতেই লক্ষ‍্য স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়ের।

গতবার জাকার্তা এশিয়ান গেমসে ভারত পদক জিতেছিল ৬৯টি। এই প্রসঙ্গ টেনে স্বপন বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,” ২০১৮ সালে জাকার্তায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হয়ে আমি গিয়েছিলাম। সেখানে আমি খেলোয়াড়দের কাছে ছিলাম এবং তাদের উৎসাহিত করেছিলাম। এবার যে জায়গাটা আমায় দিয়েছে, সেটা গর্ব করার মত ব্যাপার। এই জায়গায় থেকে আমি যাতে খেলোয়াড়, ম্যানেজার ও কর্তাদের সাথে সুষ্ঠুভাবে কাজ করতে পারি। যেন আমরা ভারতের জন্য আরও বেশি পদক আনতে পারি। গতবার ৬৯টি পদক জিতেছিলাম, এবার যাতে আরও বেশি পদক জিততে পারি, সে চেষ্টা করতে হবে।”

আরও পড়ুন:Sourav Ganguly: করোনা মুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ফিরলেন দাদাগিরি’র শুটিংয়ে, ছবি পোস্ট মহারাজের

Previous articleকরোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত, এখনও ICU-তে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
Next articleমোদির পর এবার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের