High Court: ৪ পুরসভার ভোট কি পিছনো যায়? নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট

৪ থেকে ৬ সপ্তাহ পিছনো যায় পুরভোট? ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের।

প্রতিদিনই রাজ্যে বাড়ছে করোনার (Corona) সংক্রমণ। এই পরিস্থিতিতে ২২ জনুয়ারি ৪ পুরসভায় ভোট পিছনোর আবেদন নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কোভিড (Covid) বিধি মেনে ভোট করার পক্ষে নিজেদের মত জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। শুক্রবার, সেই মামলার শুনানিতে পুরভোট পিছনো যায় কি না- তা জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata HighCourt)। ৪ থেকে ৬ সপ্তাহ পিছনো যায় কি না সে বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানাতে হবে।

আরও পড়ুন- কৃষকদের মোদির কনভয় আটকাতে বলেছিল পাঞ্জাব সরকার! বিস্ফোরক হরিয়ানার মুখ্যমন্ত্রী

পুরভোট স্থগিত করার নির্দেশ কে দিতে পারে রাজ্য না কমিশন? এই নিয়ে বৃহস্পতিবার আদালতে শুনানিতে বাদানুবাদ হয়। এর আগে হাইকোর্ট কোভিড পরিস্থিতিতে কীভাবে পুরভোট করা হবে? সেটা জানাতে আদালতে হলফনামা দিতে বলে কমিশনকে। কমিশন হলফনামা দেয়। এরপরে এদিন শুনানিতে হাইকোর্ট ৪ থেকে ৬ সপ্তাহ পিছনো যায় কি না এ বিষয়ে জানাতে কমিশনকে নির্দেশ দেয়।

 

Previous articleWeather Forecast: মকর সংক্রান্তিতে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে শীত কবে?
Next articleকৃষকদের মোদির কনভয় আটকাতে বলেছিল পাঞ্জাব সরকার! বিস্ফোরক হরিয়ানার মুখ্যমন্ত্রী