Saturday, November 15, 2025

এবার বাঘের আতঙ্ক পাথর প্রতিমায়, নদীর চরে মিলল টাটকা পায়ের ছাপ

Date:

বাঘের(Tiger) আতঙ্ক কাঁটা এবার দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা। নদীতে জল ফেলতে যাওয়ার সময় এদিন সকালে এলাকার মৎস্যজীবীদের নজরে আসে রয়েল বেঙ্গলের পায়ের ছাপ। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার(PatharPratima) পূর্ব শ্রীপতিনগরের কে প্লটের হাজার বিঘায়। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা(ForestWorker)।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার নদীর চরের একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা। বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে ঠাকুরান নদীর চরেও। নদীর ওপারেই আজমলমারি ও ঢুলিভাসানির জঙ্গল। ফলে বাঘটি আবার জঙ্গলে ফিরে গিয়েছে নাকি এলাকাতে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে ব্যাঘ্র আতঙ্কের খবর বনদপ্তরে পৌছানোর পরই ঘটনাস্থলে পৌঁছেছেন রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। রামগঙ্গার রেঞ্জার অসীম দণ্ডপাট বলেন, “পায়ের ছাপগুলি যে বাঘের তা নিশ্চিত। সমস্ত সরঞ্জাম নিয়ে বনকর্মীরা এলাকায় পৌঁছে বাঘটি কোথায় আছে তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আশা করি সব জানা যাবে।”

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী চেয়েছেন মুখ্যমন্ত্রী?

উল্লেখ্য, গত সোমবার বাঘের আতঙ্ক ছড়িয়েছিল গোসাবার মথুরাখণ্ড এলাকায়। বাঘের হামলায় মৃত্যু হয়েছিল বেশ কিছু গবাদি পশুর। যদিও ২৪ ঘন্টার মধ্যেই বাঘটিকে খাঁচাবন্দি করে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন বনকর্মীরা। সেই ঘটনার পর এবার বাঘের আতঙ্ক পাথর প্রতিমায়।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version