১২ ঘণ্টার টানটান উত্তেজনার ইতি,পণবন্দি সকলকে অক্ষত অবস্থায় ফেরালো আততায়ী

পণবন্দি সকলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিল আততায়ী

জঙ্গির মুক্তির দাবিতে আমেরিকায় পণবন্দি করা হয় কয়েকজনকে৷ তারপর দফায় দফায় চলে আলোচনা৷ পণবন্দিদের নিরাপত্তায় প্রার্থনা কামনা করে মার্কিন জনগণ৷ অবশেষে ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলা টানটান উত্তেজনায় ইতি৷ পণবন্দি সকলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিল আততায়ী৷ রবিবার টুইটে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট৷ লেখেন, পণবন্দি সকলে জীবিত এবং সুরক্ষিত আছেন৷

ঘটনার সূত্রপাত শনিবার। আমেরিকার টেক্সাসে ইহুদিদের উপাসনাস্থানে ঢুকে কয়েকজনকে পণবন্দি করে এক বন্দুকবাজ৷ পরে লাইভস্ট্রিমে মার্কিন প্রশাসনের কাছে সে দাবি জানায়, অবিলম্বে মুক্তি দিতে হবে আফিয়া সিদ্দিকিকে৷ আফগানিস্তানে মার্কিন সেনা অফিসারদের খুনের চেষ্টার অভিযোগে পাকিস্তানি আফিয়াকে। তাকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত৷

আরও পড়ুন- Accident:নয়ানজুলিতে উল্টে গেল কেমিক্যাল ভর্তি লরি, মৃত গাড়ির চালক ও খালাসি

গোটা ঘটনায় প্রথমে মুখে কুলুপ আঁটে মার্কিন প্রশাসন কর্তারা৷ বন্দুকবাজের সঙ্গে আট ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন তাঁরা৷ আলোচনা চলাকালীন এক পণবন্দিকে অক্ষত অবস্থায় মুক্তিও দেয় সে৷ তবে কতজন ভিতরে পণবন্দি ছিল তা নির্দিষ্টভাবে জানাতে পারেনি টেক্সাস পুলিশ ৷

টেক্সাসের কোলিভিলের পুলিস ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছিল, অন্তত ৪-৫ জন ভিতরে আটকে পড়েন৷ ইহুদিদের পণবন্দিদের খবরে উদ্বেগ প্রকাশ করে ইজরায়েল৷ তারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ রেখে চলে৷

Previous articleNovak DJokovic: দ্বিতীয়বার খারিজ হল জোকোভিচের ভিসা, অস্ট্রেলিয়ান ওপেনে খেলার আশা শেষ জোকারের
Next articleটিকাকরণের বর্ষপূর্তিতে শুভেচ্ছাবার্তা মোদির, একাধিক প্রশ্ন তুলে কেন্দ্রকে তোপ সৌগতর