Novak Djokovic: দ্বিতীয়বার ভিসা বাতিল হতেই কী বললেন জোকোভিচ?

রবিবার জোকারের ভিসা খারিজ করে ফেডারেল আদালত। যার ফলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা শেষ হয়ে যায় জোকারের কাছে।

রবিবারই দ্বিতীয়বার ভিসা আবেদন খারিজ হয়ে যায় নোভাক জোকোভিচের( Novak Djokovic)। রবিবার জোকারের ভিসা খারিজ করে ফেডারেল আদালত। যার ফলে অস্ট্রেলিয়ান ওপেনে ( Australian Open) খেলা শেষ হয়ে যায় জোকারের কাছে। রবিবারের শুনানিতে তিন বিচারকের প্যানেল জানিয়ে দেয়, জোকোভিচ যে আবেদন করেছেন তা অযৌক্তিক। আর এই সিদ্ধান্তই মানতে পারছেন জোকোভিচ। আদালতের সিদ্ধান্তের পরে একটি বিবৃতি দেন টেনিস তারকা। যেখানে বোঝা যায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারায় প্রচন্ড হতাশ জোকার।

এদিন আদালতের সিদ্ধান্তের পরে জোকোভিচ একটি বিবৃতি দিয়ে বলেন,”আমি এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করার আগে কয়েক দিন বিশ্রাম নিতে চাই। অভিবাসন মন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে আমার আবেদনে আদালত যে নির্দেশ দিয়েছে তাতে আমি প্রচন্ড হতাশ। এই নির্দেশের পরে অস্ট্রেলিয়াতে থেকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারব না। আমি আদালতের নির্দেশকে সম্মান করি। এ দেশ থেকে আমাকে ফেরত পাঠানোর প্রক্রিয়াতে আমি সব রকম ভাবে সাহায্য করব।”

আরও পড়ুন:Anushka Sharma: কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর ‘বিরাট বার্তা’ অনুষ্কা শর্মার

Previous articleবিজেপি ছেড়ে “সপা” তে দারা সিং, শক্ত হচ্ছে অখিলেশের হাত
Next articleIndia Open Badminton: ইন্ডিয়া ওপেন ব‍্যাডমিন্টন চ‍্যাম্পিয়ন লক্ষ‍্য সেন