স্বস্তি দিয়ে পরপর দু’দিন কমল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ৩৮ হাজার ১৮ জন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা আট হাজার ৮৯১।গত ২৪ ঘণ্টায় দেশে ৩১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সারা দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৩৮৫।
আরও পড়ুন:অপর্ণা সেনের বিরুদ্ধে ‘দেশদ্রোহিতা’র অভিযোগে উল্টোডাঙা থানায় বিজেপি
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান গত রবিবারের তুলনায় সোমবার পাঁচ শতাংশ কমেছিল করোনা সংক্রমণ।সোমবারের তুলনায় মঙ্গলবার আরও কিছুটা সংক্রমণ কমেছে। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা আট হাজার ৮৯১। যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে দেশজুড়ে চলছে টিকাকরণ। বুস্টার ডোজ দেওয়ার পাশাপাশি ১৫ থেকে ১৮ বয়সীদের টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬ লক্ষ ৪৯ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে।
