গত শনিবারই টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি( Virat Kohli)। তারপর একের পর এক প্রতিক্রিয়া এসেছে ক্রিকেট মহল থেকে। আর এবার বিরাট প্রসঙ্গে এক আবেগঘন বার্তা দিলেন মহম্মদ সিরাজ( Mohammad Siraj)।

এদিন টুইটারে ছবি পোস্ট করে সিরাজ লেখেন,” আমার সুপার হিরো যে সমর্থন এবং সাহস আমি তোমার থেকে পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকারও কম হবে। তুমি সব সময়ে আমার কাছে অসাধারণ একজন বড় ভাই হিসেবেই ছিলে। আমার উপর বিশ্বাস এবং ভরসা রাখার জন্য ধন্যবাদ। আমার সবচেয়ে খারাপ সময়ে পাশে থাকা। তুমি সব সময়ে আমার ক্যাপ্টেন থাকবে কিং কোহলি।”

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ও ভারতীয় টেস্ট দলে সিরাজকে কোহলিই সুযোগ করে দিয়েছেন। সিরাজ জাতীয় দলে কোহলির অধিনায়কত্বে সাদা বলের ক্রিকেটে অভিষেক করেন।

আরও পড়ুন:Virat Kohli: প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে একাধিক রেকর্ডের সামনে কোহলি