জয় দিয়ে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের (Syed Modi International badminton) অভিযান শুরু করলেন পিভি সিন্ধু (Pv Sindhu)। বুধবার তানিয়া হেমন্তকে সহজে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন তিনি।

ম্যাচে শুরুতে সমানে সমানে লড়াই হলেও, পরের দিকে ম্যাচের হ্রাস নিজের দিকে টেনে নেন সিন্ধু। যার ফলে বিরতিতে এগিয়ে যান ১১-৫ পয়েন্টে। এরপরে আর থামানো যায়নি পিভি সিন্ধুকে। সহজেই প্রথম গেম পকেটে পুরে ফেলেন তিনি। দ্বিতীয় গেমেও একই ছন্দ দেখা যায় সিন্ধুর পারফরম্যান্সে। যার ফলে দ্বিতীয় গেমও সহজে জিতে নেন দু’বারের অলিম্পিক্সে পদকজয়ী শাটলার।

এদিকে মঙ্গলবারই দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন এইচএস প্রণয়। তিনি হারান ইউক্রেনের ড্যানিয়েল বসনিউককে।

আরও পড়ুন:Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

