রাজনীতিক, গায়কের পর এবার অভিনয় জগতে কামব্যাক করছেন বাবুল সুপ্রিয়! টলিপাড়ায় জোর গুঞ্জন, এবার ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। তাও আবার ‘বন্ধু’ রাজ চক্রবর্তীর হাত ধরে।গায়ক হিসেবে কেরিয়ার শুরু করা বাবুল রাজনীতির জগতেও এখন বেশ পরিচিত। গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়ে দু’বার সাংসদ হয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। আচমকাই দীর্ঘদিনের দল ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ।

শোনা যাচ্ছে, পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী সম্প্রতি বাবুলকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। লুকটেস্টও নাকি হয়ে গিয়েছে। রাজ পরিচালিত-প্রযোজিত একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন বাবুল। তাঁর বিপরীতে থাকছেন ছোটপর্দার পরিচিত মুখ ‘সাঁঝবাতি’র চারু অর্থাৎ দেবচন্দ্রিমা সিংহ রায়। সব ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে শুটিং। যদিও এই বিষয়ে এখনও বাবুল, রাজ অথবা দেবচন্দ্রিমা কেউই মুখ খোলেননি।
