Monday, November 10, 2025

দলীয় কোন্দলে জর্জরিত বিজেপি, ‘বিক্ষুব্ধ’ শান্তনুদের কড়া বার্তা দিলীপের

Date:

Share post:

ছন্নছাড়া অবস্থা বঙ্গ বিজেপির(BJP)। দলের কমিটিতে যোগ্য নেতৃত্ব গুরুত্ব না পাওয়ায় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন শান্তনু ঠাকুর(Shantanu Thakur) সহ একাধিক বিধায়ক। পরিস্থিতি সামাল দিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব সব কমিটি ভেঙে দিলেও ক্ষোভ মিটছে না। দফায় দফায় চলছে বিক্ষুব্ধদের বৈঠক। এই পরিস্থিতিতেই এবার নাম না করে শান্তনু ঠাকুরকে বার্তা দিয়ে বিক্ষুব্ধদের শৃঙ্খলার পাঠ পড়ালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(DilipGhosh)।

বুধবার সাংবাদিক বৈঠক করে বিক্ষুব্ধদের বার্তা দিয়ে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, দলের একটা নিয়মশৃঙ্খলা আছে। যারা নতুন এসেছে তারা সে সব জানে না। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সে সব দেখছে। মন্ত্রী, নেতা যেই হোন তার বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নাম না করে শান্তনু ঠাকুর প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন, উনি একটি ধর্মীয় সংগঠন থেকে এসেছেন। কয়েকদিন মাত্র দলে এসেছেন। দল ওকে সাংসদ করেছে, মন্ত্রী পদও দিয়েছে। দলের পক্ষ থেকে সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:Jahar Sarkar: ইতিহাস ভোলাতে চাইছে মোদি সরকার: তীব্র কটাক্ষ জহর সরকারের

উল্লেখ্য, বিজেপি রাজ্য কমিটিতে পুরনো নেতাকর্মীরা জায়গা না পাওয়ায় অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে তাঁর অপসারণ চেয়েছেন শান্তনু ঠাকুর সহ একাধিক বিজেপি নেতৃত্ব। বর্তমানে সেই ক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করছে। দফায় দফায় বৈঠকের পাশাপাশি ঐক্যবদ্ধ বিক্ষুব্ধরা শান্তনু ঠাকুরের উপস্থিতিতে সোমবার দুপুরে বনভোজনও করেছেন। এহেন পরিস্থিতির মাঝেই এবার বিদ্রোহীদের কড়া বার্তা দিলেন দিলীপ ঘোষ।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...