Wednesday, May 14, 2025

Netaji Subhash Chandra Bose: ড্র্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রীর নয়া চাল ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি

Date:

Share post:

নেতাজি বিতর্কে ঘরে বাইরে প্রবল চাপ। আর সেই বিতর্ক থেকেই বেরিয়ে আসতে নরেন্দ্র মোদির নয়া চাল ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি। একদিকে ট্যাবলো বিতর্ক আর অন্যদিকে শুক্রবার সকাল থেকে অমর জওয়ান জ্যোতি বিতর্ক। এই দুইয়ের জাঁতাকল থেকে বেরোতে তড়িঘড়ি করে নতুন চাল প্রধানমন্ত্রীর।


আরও পড়ুন:Amar Jawan Jyoti: ৫০ বছর পর নিভতে চলেছে ‘অমর জওয়ান জ্যোতি’-এর অগ্নিশিখা, সরব বিরোধীরা

এইনিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য খুব পরিষ্কার। দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নেতাজির মূর্তি বসানো অবশ্যই খুশির কিন্তু নেতাজিকে তখনই সম্মান জানানো যাবে যখন নেতাজির অন্তর্ধান রহস্যের ক্লাসিফায়েড ফাইলগুলি প্রকাশ্যে আনা হবে। বাংলার ট্যাবলোকে দেশের সাধারণতন্ত্র দিবসে স্বীকৃতি দেওয়া হবে।

অন্যদিকে,ফরোয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেছেন, নেতাজির মূর্তি বসিয়ে দিলেই তাঁকে সম্মান জানানো হয় না। তঁকে সম্মান জানাতে গেলে তাঁর নীতি আদর্শ ও ভাবধারায় বিশ্বাসী হতে হবে। নেতাজি দেশীয় সম্পত্তি সুরক্ষার কথা বলেছেন। নেতাজি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। যাঁরা তাঁর বিরোধী তাঁদের নিয়ে নতুন করে বলার কী আছে?

শুক্রবার সকাল থেকেই দীর্ঘ ৫০ বছর পর ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা নেভানোর বিষয় নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়, শুক্রবার এই স্থানেই ন্যাশনাল ওয়ার মোমোরিয়ালের শিখার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে এই জ্যোতির অগ্নিশিখা।পাশাপাশি সাধারণতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো বাতিল নিয়ে দেশজুড়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে। এরপরই ড্র্যামেজ কন্ট্রোলে নামেন খোদ প্রধানমন্ত্রী। এই দুই বিতর্ককে ধামাচাপা দিতেই আচমকা টুইট করেন তিনি। সেখানেই নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধনের কথা জানিয়ে মোদি টুইটে লেখেন, ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়।

প্রশ্ন উঠেছে বিতর্ক ধামাচাপা দিতেই কি প্রধানমন্ত্রীর এই টুইট। তড়িঘড়ি সিদ্ধান্তেই কী ইন্ডিয়া গেটে নেতাজির জন্মদিনের মাত্র দুদিন আগে হলগ্রাম স্ট্যাচু বসানোর পদক্ষেপ?

spot_img

Related articles

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...