ধীরে ধীরে শিথিল হচ্ছে করোনার (Corona) বিধি নিষেধ ইতিমধ্যেই খুলেছে বিউটি পার্লার (Beauty Parlor), জিম (Gym) এবার খুলছে রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar) প্রধানত প্রাতঃভ্রমণকারীদের জন্য সোমবার থেকে খুলছে লেক। খোলা থাকবে সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত।

রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, জিম, বিউটি পার্লার খোলা যখন, তখন রবীন্দ্র সরোবর খোলার অনুমতি দেওয়া হোক এই দাবি তোলেন অনেকে। আবেদনকারীরা সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত লেক খোলার অনুমতি চেয়েছিলেন কর্তৃপক্ষর কাছে। সোমবার, রবীন্দ্র সরোবর খোলার বিষয়ে রাজ্যের নগরোন্নয়ন বিভাগের কাছে একটি প্রস্তাব পাঠায় KMDA। সেই প্রস্তাবে সকালে কয়েক ঘণ্টা হাঁটার জন্য লেক চত্বর খোলার অনুমতি চাওয়া হয়। এবিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে KMDA। এবার খুলছে রবীন্দ্র সরোবর।
