Corona Update: দেশে নিম্নমুখী করোনার গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার

গত কয়েকদিন ধরেই স্বস্তি দিয়ে নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus)আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৪৩৯ জন। করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৩ হাজার ৪৯৫ জন। সুস্থতার হার ৯৩ শতাংশের সামান্য বেশি। মোট আক্রান্তের ৫.৬৯ শতাংশ বর্তমানে অ্যাকটিভ রোগী।যদিও দৈনিক পজিটিভিটি রেট ১৭.৭৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২০.৭৫ শতাংশ।

আরও পড়ুন:Covid-19: ইউরোপে করোনার শক্তিক্ষয়, তারপরই শেষের পথে অতিমারি, জানাল হু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিডে মারা গিয়েছেন ৪৩৯ জন। অতিমারির তৃতীয় ঢেউয়ে মৃত্যুর হার দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেকটাই কম। পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮০৫ জন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯১৯৭ জন।

তবে নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে ওমিক্রনের সাব-স্ট্রেন BA.2। যা RTPCR পরীক্ষায় ধরা না পড়ায় উদ্বেগ আরও বেড়েছে। ডেনমার্কে প্রথম এই সাব-স্ট্রেনটির খোঁজ মিলেছে। এর হাত ধরেই ইংল্যান্ড, ভারত-সহ বেশ কয়েকটি দেশে সংক্রমণ ছড়াচ্ছে।

Previous articleবিজেপিকে ধাক্কা দিতে দেশের সবচেয়ে লম্বা মানুষ UP ভোটের আগে সমাজবাদী পার্টিতে
Next articleজানুয়ারিতে এবার রেকর্ড বৃষ্টি দিল্লিতে, জারি শৈত্যপ্রবাহের সর্তকতা