জানুয়ারিতে এবার রেকর্ড বৃষ্টি দিল্লিতে, জারি শৈত্যপ্রবাহের সর্তকতা

Record rainfall in delhi this January

জানুয়ারি মাসে এবার রেকর্ড বৃষ্টি (Rainfall) দিল্লিতে (Delhi)। সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। রবিবার মৌসম ভবন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে দিল্লির বৃষ্টি ১২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে ২৩ জানুয়ারি সকাল পর্যন্ত ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ১৯০১ এক সাল থেকে আবহাওয়ার ডেটাবেসে সর্বোচ্চ।

আরও পড়ুন: বিজেপিকে ধাক্কা দিতে দেশের সবচেয়ে লম্বা মানুষ UP ভোটের আগে সমাজবাদী পার্টিতে

মৌসম ভবন জানিয়েছে, এর আগে ১৯৮৯ সালের জানুয়ারি মাসে দিল্লিতে ৭৯ মিলিমিটার এবং ১৯৯৫ সালে ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। মৌসম ভবন এদিন জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টা দিল্লি (Delhi) ও সংলগ্ন অঞ্চল ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে প্রবল শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সঙ্গে থাকবে ঘন কুয়াশা। কুয়াশার জেরে যান চলাচল ও ট্রেন চলাচল বিপর্যস্ত হবে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসেও দিল্লিতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন।

 

Previous articleCorona Update: দেশে নিম্নমুখী করোনার গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার
Next articlePurulia:ছেলেকে খুন করে আত্মঘাতী প্রাক্তন মাওবাদী, আটক স্ত্রী