প্রকাশিত হল আইপিএলের ( Ipl)নতুন দল লক্ষনৌর (Lucknow) নাম। আসন্ন আইপিএলে ‘লক্ষনৌ সুপার জায়ান্টস’ নামে খেলতে চলেছে তারা। সোমবার এমনটাই জানালেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা( Sanjiv Goenka)।

চলতি বছর থেকে ১০ দলে হতে চলেছে আইপিএল। নতুন দল হিসাবে যোগ দিয়ছে লক্ষনৌ। সরকারি ভাবে এতদিন তাদের নাম বা লোগো কিছুই প্রকাশ করা হয়নি। অভিনব ভাবনাচিন্তা থেকে সমর্থকদের থেকেই দলের নাম জানতে চাওয়া হয়েছিল লক্ষণৌ কতৃপক্ষ। জানা গিয়েছে, সব থেকে বেশি সমর্থক লক্ষণৌ সুপার জায়ান্টস নামের পক্ষেই মত দিয়েছেন। এমনটাই জানান সঞ্জীব গোয়েঙ্কা।
উল্লেখ্য, এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকার সময় পুণে এবং গুজরাত থেকে দু’টি দল নেওয়া হয়েছিল। পুণে দলের মালিক ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই দলে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি।

Team owner, Dr. Sanjiv Goenka, Chairman @rpsggroup unveils the name for the Lucknow IPL team. 😊👏🏼#LucknowSuperGiants #NaamBanaoNaamKamao #IPL2022 @IPL @BCCI @GautamGambhir @klrahul11 pic.twitter.com/TvGaZlIgFR
— Lucknow Super Giants (@TeamLucknowIPL) January 24, 2022
আরও পড়ুন:Smriti Mandhana: তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধনা
