Saturday, November 15, 2025

৫৬ ইঞ্চির বুকের উপর বসে চিন অথচ তিনি নীরব: ফের মোদিকে কটাক্ষ সুব্রহ্মণ্যমের

Date:

Share post:

চিন(China) ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে নিজের সরকারকে সমালোচনা করা বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy) আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) কটাক্ষ করলেন।

বিজেপি সাংসদ টুইট করে লিখেছেন মোদির ৫৬ ইঞ্চি চওড়া বুকের উপর চিন বসে আছে অথচ তিনি নীরব। শুক্রবার প্রীতম সর্ববিদ্যা নামে একজন টুইটার ব্যবহারকারী একটি খবর শেয়ার করেছেন যেখানে চিনের প্রতিরক্ষা মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলেছে যে, ভারতের সাথে সীমান্ত বিরোধ দুই দেশের মধ্যে একটি সমস্যা। তাই এই বিরোধে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ করা উচিত নয়। একই খবর টুইট করে, ব্যবহারকারী তার টুইটে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকেও ট্যাগ করেছিলেন এবং লিখেছেন যে চিন এখন আমেরিকাকে হস্তক্ষেপ না করার জন্য হুমকি দিচ্ছে।

আরও পড়ুন:‘নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?’ ধনকড়কে তোপ জাগোবাংলার সম্পাদকীয়তে

সুব্রহ্মণ্যম স্বামী টুইটের জবাব দিয়েছেন এবং লিখেছেন, ভারতের সাথে “এক সাথে কাজ” করে সমস্যা মেটানোর কথা বলে চিন মার্কিন যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব কাজের দিকে মনোনিবেশ করতে বলে মোদির ৫৬ ইঞ্চি বুকে বসে আছে। তিনি এর বিরোধিতাও করছেন না। আসলে মোদি জানেন না যে চিন তার বুকে বসে। তিনি শুধু ‘কোই আয়া নাহি’ জপ করে চলেছেন। ভারত ও চিনের মধ্যে ১৪ তম দফা আলোচনা গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। তার আগে, হোয়াইট হাউসের মুখপাত্র জেন পাস্কি ভারত ও চিনের মধ্যে চলমান সীমান্ত বিরোধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে চিন তার প্রতিবেশীদের ভয় দেখানোর চেষ্টা করে এবং আমরা চিনের এই আচরণ পর্যবেক্ষণ করছি। মার্কিন কর্মকর্তার দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায়, চিনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সীমান্ত সমস্যা একটি দ্বিপাক্ষিক বিষয় এবং চিন ও ভারত উভয়েই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে। দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক হয়েছে। সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করছে।

উল্লেখ্য , ২০২০ সালের মে মাসে, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত বিরোধ নিয়ে উভয় দেশের সেনাবাহিনী মুখোমুখি হয়েছিল। গালওয়ানে সংঘর্ষে প্রায় ২০ জন ভারতীয় সৈন্য মারা গেলে দুই দেশের মধ্যে যে বিরোধ দেখা দেয় তা হিংসাত্মক রূপ নেয়।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...