Tuesday, August 26, 2025

‘নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?’ ধনকড়কে তোপ জাগোবাংলার সম্পাদকীয়তে

Date:

প্রশাসনিক কাজে সহাবস্থান দূর অস্ত বরং সংঘাত ভয়াবহ আকার নিয়েছে রাজ্য সরকার(State govt) ও রাজ্যপালের(Govornar) মধ্যে। এহেন পরিস্থিতিতে এবার জাগো বাংলার সম্পাদকীয়তে রাজ্যপাল জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানানো হলো। প্রশ্ন তোলা হয়েছে, ‘নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?’

সম্প্রতি বিধানসভা ভবনে দাঁড়িয়ে রাজ্য সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) তোপ দেগে একের পর এক আক্রমণ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দীর্ঘ ভাষণে তিনি উল্লেখ করে গিয়েছেন সরকারি নানা ত্রুটি-বিচ্যুতি। রাজ্যপালের এখানে বক্তব্যের পর তার বিরোধিতা করেন বিধানসভার স্পিকার। তিনি স্পষ্ট বলেন, রাজ্যপালের এই আচরণ অত্যন্ত অসৌজন্যমূলক। এরপর বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠকে দলীয় সাংসদরা রাজ্যপালের অপসারণ নিয়ে স্বতন্ত্র প্রস্তাব আনার বিষয়টি আলোচনা করেন। বাজেট অধিবেশনে সেই প্রস্তাব পেশ হওয়ার সম্ভাবনা, পাশাপাশি ইতিমধ্যে এ বিষয়ে স্ট্র্যাটেজি শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে জাগো বাংলার সম্পাদকীয়তে তোপ দাগা হল ধনকড়কে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বাড়ি বাড়ি গিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

তৃণমূল মুখপত্রে প্রশ্ন তোলা হয়েছে, কী উদ্দেশ্য নিয়ে তিনি বাংলার সাংবিধানিক প্রধানের পদে বসেছেন? শুধু তাই নয় ধনকড়কে ‘বিজেপির প্রাক্তন মন্ত্রী’ বলে কটাক্ষ করে লেখা হয়েছে, “বাংলার সরকারকে ব্যতিব্যস্ত করার হোমওয়ার্ক নিয়ে এসেছেন অমিত শাহদের কাছ থেকে।” সম্পাদকীয়তে আরও তোপ, আইনজীবী বলে কথায় কথায় সংবিধানের ধারা উল্লেখ করেন। কিন্তু কখনওই বলেন না ১৯৪৯ সালে লেখা সংবিধানের ১৬৩ ধারায় কী বলা হয়েছে। এই রাজ্যপাল পদটি অটুট রাখা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সব মিলিয়ে জাগো বাংলার সম্পাদকীয়তে শাসক দলের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন মাত্রা পেল।

 

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version