Wednesday, December 3, 2025

Kunal Ghosh: সুজনকে ধুইয়ে দিলেন কুণাল, কী বললেন, কেন বললেন?

Date:

Share post:

বুদ্ধদেব ভট্টাচার্যর পদ্মপ্রাপ্তি  নিয়ে রাজনৈতিক মহলে চাপান-উতোর চলছে। কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পদ্মসম্মান দেওয়া হবে সে নিয়ে রাম-বাম ঘোঁটের প্রসঙ্গও এসেছে। এবং সে নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক অব্যাহত।

আরও পড়ুন:Higher Secondary Practical Class:অনলাইনেই উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল ক্লাস

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসাবে এমন কোনও ‘যুগান্তকারী’ কাজ করেননি যার জন্য তাঁকে পদ্মসম্মান দেওয়া যেতে পারে। কুণালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসল প্রশ্নের ধারকাছ দিয়ে না গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কুণালকে চিটফান্ড কাণ্ড নিয়ে আক্রমণ করেন। তাঁর জেলজীবন নিয়েও কটাক্ষ করেন। আর সে প্রসঙ্গ তুলতেই সুজন এবং তাঁর দল সিপিএমের দ্বিচারিতার মুখোশ খুলে দিলেন,ধুইয়ে দিলেন কুণাল। ট্যুইটারে একটি পুরনো ছবি পোস্ট করেন। কী রয়েছে সেই ছবিতে?

ছবিতে দেখা যাচ্ছে, চিটফান্ড কর্তা অনুকূল মাইতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সংবর্ধিত করছেন। পাশে আর এক সিপিএম নেতা মহম্মদ সেলিম। ছবির পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিবৃতিও রয়েছে। কী সেই বিবৃতি?  বুদ্ধবাবু বলছেন, কোনও চিটফান্ড সংস্থাকে ধারকাছে ঘেঁষতে দেন না।

ছবি এবং লেখা পোস্ট করে সুজনকে কুণালের প্রশ্ন –

১. যদি এই ছবি সঠিক হয় তাহলে তদন্ত হোক।

২. ছবি ভুয়ো না হলে আইকোর মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন সাংসদের ভূমিকা নিয়ে তদন্ত হওয়া উচিত।

৩. চিটফান্ড কর্তার(যিনি গ্রেফতার হওয়ার পর মারা যান) সঙ্গে সিপিএমের দুই রাজনৈতিক নেতা কী করছিলেন?

৪. অন্যের ভুল খুঁজে বেরানোই সিপিএমের স্বভাব। সময় এসেছে এবার তারা আয়নার মুখোমুখি দাঁড়াক । কুণালের বক্তব্য চিটফান্ডের শুরুয়াত যে রাজনৈতিক দলের হাত ধরে তারা শুধু সমালোচনা করবে, আর নিজেদের ‘পাপ’ দেখতে পাবে না, তা হয় না।


বুদ্ধদেবের পদ্মপ্রাপ্তির পরেই রাম-বাম ঘোঁট নিয়ে সোচ্চার কুণাল ঘোষ। কোন যুক্তিতে বুদ্ধদেবের পদ্মপ্রাপ্তি, তার কোনও সঠিক ব্যাখ্যা ছিল না সুজনবাবুদের কাছে। জবাব দিতে গিয়ে খেই হারিয়ে ফেলেন সুজন। যথারীতি বিষয় থেকে সরে গিয়ে ব্যক্তিগত আক্রমণে নেমে আসেন। যেটা সিপিএমের ‘বাল্যকালীন অভ্যাস’।

spot_img

Related articles

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...