Saturday, May 17, 2025

TMC: নদিয়ায় নতুন প্রজন্মের নেতা তৈরিতে উদ্যোগী TMC, জোরকদমে চলছে প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতি

Date:

Share post:

সব সময় নতুনদের জায়গা করে দিতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নির্বাচনে প্রার্থীই হোক বা সাংগঠনিক শীর্ষ পদ- নতুন প্রজন্মকে এগিয়ে দিতে বিশ্বাসী তিনি। এবার নদিয়ায় নতুন প্রজন্মের নেতা তৈরিতে উদ্যোগী হল শাসকদল।

নদিয়া (Nadia) জেলার উত্তর সংগঠনের তরফ থেকে শুরু হয়েছে আবেদনপত্র নেওয়ার কাজ। আবেদনপত্রের ভিত্তিতে তালিকা তৈরি করে সেই অনুযায়ী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে কৃষ্ণনগর বাসসন্ড সংলগ্ন তৃণমূলের (Tmc) কার্যালয়ে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjwal Biswas), জেলার উত্তর সাংগঠনিক সভাপতি জয়ন্ত সাহা (Jayanta Saha)-সহ তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে খবর বেশ কয়েকজন অধ্যাপককেও এই শিবিরে রাখার কথা রয়েছে। বক্তৃতা দেওয়া, জনসংযোগ, সাংগঠনিক এবং সাংবিধানিক সব কাজেই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার, তৃণমূলের জেলা সভাপতি জয়ন্ত সাহা জানান, যে নতুন প্রজন্মকে তুলে আনতেই এই ধরনের উদ্যোগ। প্রথম বুথ স্তর থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক এবং তারপর জেলা স্তরে প্রশিক্ষণের শেষে পারদর্শিতার মধ্যে দিয়ে নির্বাচিতদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হবে। উদ্দেশ্য নতুন প্রজন্মকে সামনের সারিতে তুলে এনে সংগঠনকে আরও মজবুত করা। এর মধ্যে দিয়ে সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের প্রচার যেমন হবে, তেমনই দলকে আরও মজবুত এবং শক্তিশালী করার কাজে এই নতুন প্রজন্ম কাজ করে যাবে।

প্রশিক্ষণ শুরু হবে পয়লা ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রথম নদিয়া জেলায় শুরু হচ্ছে নতুন প্রজন্মকে সামনে রেখে নেতা তৈরির কাজ। প্রতিটি গ্রামীণ এলাকা থেকে আবেদনপত্র জমা পড়ছে। আবেদনপত্র খতিয়ে দেখে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এখন প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতির কাজ চলছে জোরকদমে।

 

spot_img

Related articles

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...