Friday, August 22, 2025

বিরল প্রজাতির হরিণের সংখ্যা কমছে কাজিরাঙা জাতীয় উদ্যানে। অসমের (Assam)  কাজিরাঙা ন্যাশনাল পার্ক (Kajiranga National Park) এবং টাইগার রিজার্ভ এলাকাতে বিরল প্রজাতির হরিণের (Deer)সংখ্যা কত তা জানতে সুমারি করা হয়। সেই সুমারিতে দেখা যায় ৮৬৮টি এই প্রজাতির হরিণ আছে। এদের মধ্যে ১৭৩টি পুরুষ হরিণ, ৫৫৭টি মেয়ে হরিণ এবং ১৩৮টি শিশু হরিণ রয়েছে। সূত্রের খবর, গত বছরও এই প্রজাতির হরিণের সংখ্যা কত জানতে সুমারি করা হয়। তখন হরিণের সংখ্যা যা ছিল তা এবার অনেকটা কম।

আরও পড়ুনঃ SBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?

উল্লেখ্য, ২০১৮ সালে কাজিরাঙা জাতীয় উদ্যানে যে সুমারি হয় সেখানে বিরল প্রজাতির হরিণের সংখ্যা ছিল ৯০৭টি। ওই এলাকার বন বিভাগের আধিকারিকদের মতে, ২০১৯ এবং ২০২০ সালে বন্যার কবলে পড়েছিল ওই জাতীয় উদ্যানের এলাকা। সেই সময়ে বন্যার জলে অনেকগুলি হরিণ ভেসে গিয়েছিল এবং মারা যায়। সেই কারণেই এবার সেখানে এই হরিণের সংখ্যা সেখানে কমেছে বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুনঃ ফের কোভিড বিধিভঙ্গ করে ভোট প্রচারের অভিযোগ দিলীপের বিরুদ্ধে

বন বিভাগের আধিকারিকরা জানান, এবার এই প্রজাতির যতগুলি হরিণ পাওয়া গিয়েছে তার বেশির ভাগই পূর্ব অসম বিভাগের। সেখানে পাওয়া গিয়েছে ৭৮৬টি। বিশ্বনাথ বন বিভাগে ৬২টি এবং নগাঁও এলাকাতে ২০টি বিরল প্রজাতির হরিণ পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, কাজিরাঙা এলাকাতেই পাওয়া যায় এক শৃঙ্গ গণ্ডার। বিশ্বে যত এক শৃঙ্গ গণ্ডার আছে তার প্রায় দুই তৃতীয়াংশ পাওয়া যায় এখানে। অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কাছাড়ের শিলচরে এবার ‘মুক্ত চিড়িয়াখানা’ গড়ে তোলা হবে। সেখানে দর্শকদের জন্য সাফারির ব্যবস্থাও থাকবে। ওই এলাকার বন্যপ্রাণকে রক্ষা করার জন্য এই চিড়িয়াখানা করা হবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

 

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version