ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। এরমধ্যে বড় সাফল্য মিলল নিরাপত্তা বাহিনীর। গত ১২ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে পুলিশের (Jammu and Kashmir Police) সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে জইশ-ই-মহম্মদের কমান্ডার-সহ খতম পাঁচ জঙ্গি।

আরও পড়ুন: ভোট চলাকালীন বুথ ফেরত সমীক্ষায় জারি নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলে জেল- জরিমানা

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ‘গত ১২ ঘণ্টায় দুটি পৃথক এনকাউন্টার অভিযানে পাকিস্তানের মদতপ্রাপ্ত লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ৫ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এরমধ্যে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডার জাহিদ ওয়ানি ও অপর এক পাকিস্তানি জঙ্গিও রয়েছে। এটি আমাদের কাছে বড় সাফল্য।’

বাদগাম জেলায় (Budgam District) নিরাপত্তা বাহিনীর গুলিতে যে জঙ্গি মারা গিয়েছে তার কাছ থেকে একটি একে রাইফেল উদ্ধার হয়েছে।

