Saturday, August 23, 2025

কবীর সুমন বিতর্কে ইতি টানার ইঙ্গিত দিয়ে কুণাল ঘোষ ফেসবুক পোস্টে যা লিখলেন-

কবীর সুমন- এই তোমাকে চাই না।
আপনি শব্দের জাদুকর। আশা করি ইতি টানলেন।1)অডিওটিতে সুমনের মুখে যে কুৎসিততম শব্দ শোনা গিয়েছে তার তীব্র প্রতিবাদ করেছি। আবার করছি। ওঁর ক্ষমা চাওয়া উচিত। না হলে ব্যবস্থা নেওয়া উচিত। কোনো টিভি চ্যানেলের উপর যত “ন্যায্য” রাগই থাকুক, তার জন্য ওই শব্দ বেরোতে পারে না।

2) কবীর সুমন একজন কবি, সুরকার, গায়ক। এক বিরল প্রতিভা। তাঁর গানে সম্মোহিত হই। তাঁর প্রতিবাদের শব্দভান্ডার তো কম নয় যে সেসব ছেড়ে এই কুৎসিততম মানসিকতার প্রকাশ ঘটবে। কে টেলিফোন রেকর্ড করল, বা কে করল না, সেটা বড় কথা নয়। এসব ওঁকে মানায় না। এই সুমন চট্টোপাধ্যায়- তোমাকে চাই না। এতে প্রতিপক্ষের সস্তা রাজনীতিরই প্রসারের অবকাশ থাকে।

3) সুমনবাবু যে চ্যানেলকে আক্রমণ করেছেন, আমি তাদেরও বিভিন্ন কাজের সঙ্গে একমত নই। তাদের পলিসি তাদের বিষয়, তাতে ঢুকব না। কিন্তু ভোটের আগে বাংলায় পা রেখে পরের পর টক শোতে বাংলার সাংবাদিকতাকেও আক্রমণ করা হয়েছে, নানা মন্তব্যে ছোট করা হয়েছে। কেন এতদিন এই হয়নি, কেন অমুক, কেন তমুক- নিজেদের বড় করতে এতদিনের সফল স্রোতকে ছোট করা হয়েছে। আমি এরও বিরোধী। বাংলার সাংবাদিকরাও অনেকেই এসব ভালোভাবে নেননি। চোখে চোখ রেখে কথা আর সারাক্ষণ চিৎকার করার তফাৎটা বোধহয় আছে। রাজনৈতিক পলিসি অনুযায়ীই উপস্থাপন হয়। আমার কথা হল, এতে যদি কারুর কোনো আপত্তি থাকে, এড়িয়ে যাওয়ার বা প্রতিবাদের নানা উপায় আছে। সেই চ্যানেল বা তার কোনও কর্মীকে ওই চরম কুৎসিত ভাষায় আক্রমণের অধিকার কারুর নেই।

আরও পড়ুন:Kabir Suman:ক্ষমা চেয়ে সুমন সাংবাদিকদের কোন বই পড়তে বললেন?

কবীর সুমনকে অনুরোধ, বারবার পোস্ট করে কথা বাড়ানো কি খুব দরকার?
বাংলা এবং বাঙালিসহ কোনো সুস্থ মানুষ আপনার ওই শব্দপ্রয়োগ সমর্থন করছেন না।
আপনার ক্ষোভ, আপনার যুক্তি অনেকেই সমর্থন করছেন।
কিন্তু আপনার আপত্তিকর শব্দপ্রয়োগে আসল ক্ষোভের কারণই ঢাকা পড়ে যাচ্ছে।

যে শব্দ ব্যবহার হয়েছে, তা নিন্দার। প্রতিবাদের। কবিতা ও গানের শব্দের জাদুকর সুমন ওই শব্দ ব্যবহারে ক্ষমা চেয়ে বিতর্ক শেষ করুন।
আশা করি শেষ পোস্টটিতে যে দুঃখপ্রকাশ করলেন আপনি, যতই ভাষার মারপ্যাঁচ থাকুক, তাতেই আন্তরিকভাবে ইতি টানলেন আপনি।
ভালো থাকুন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version