Lata Mangeshkar: কোভিডমুক্ত লতা মঙ্গেশকর, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

কোভিডমুক্ত লতা মঙ্গেশকর। রবিবার বিকেলে সাংবাদিকদের একথা জানান মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।

আরও পড়ুন:Kajol: করোনা আক্রান্ত অভিনেত্রী কাজল, রয়েছেন আইসোলেশনে

গত ৮ জানুয়ারি কোভিড আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন সুর সম্রাজ্ঞী।বার্ধক্যজনিত কারণে তাঁকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। গত তিনদিন ধরেই তিনি সঙ্কটমুক্ত বলে হাসপাতালের তরফে জানানো হয়। রবিবার সকালে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, গায়িকা আগের তুলনায় অনেকটাই সুস্থ।বিকেলেই তাঁর কোভিড নেগেটিভ হওয়ার খবর মিলল।এমনকি নিউমোনিয়াকেও হারিয়ে দিয়েছেন বর্ষীয়ান গায়িকা।

রাজেশ টোপের কথায়, ‘লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি হওয়ার ১৫ দিন পরে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে তাঁকে। তিনি সজ্ঞানে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। কেবল অক্সিজেন দেওয়া হচ্ছে গায়িকাকে। খানিকটা দুর্বলতা এবং সংক্রমণ রয়েছে তাঁর। তাই সময় লাগছে। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।’’

Previous articleপেগাসাস: সংসদে মিথ্যে বলেছে মোদি সরকার, পদক্ষেপের দাবিতে স্পিকারকে চিঠি অধীরের
Next articleMunicipal Election: পিছিয়ে যাক রাজ্যের পুরসভাগুলির নির্বাচন, ফের কমিশনে যাচ্ছে বিজেপি