Surajit Sengupta: শারীরিক অবস্থার উন্নতি হল প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের

শনিবারই ভেন্টিলেশনে দেওয়া হয় সুরজিৎ সেনগুপ্তকে। শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে প্রাক্তন এই ফুটবলারের।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta)। তবে এখনও রয়েছেন ভেন্টিলেশনে। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই হয়তো খোলা হতে পারে ভেন্টিলেশন। সোমবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

শনিবারই ভেন্টিলেশনে দেওয়া হয় সুরজিৎ সেনগুপ্তকে। শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে প্রাক্তন এই ফুটবলারের। ভেন্টিলেশনের সাহায্যে সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৬ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছিল। কিন্তু এখন ভেসোপ্রেসার সাপোর্টের সাহায্য ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে সুরজিৎ সেনগুপ্তের। রক্ত চলাচলের মাত্রা মাঝেমাঝে ব্যহত হচ্ছে। ওষুধের সাহায্যে তা নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষজ্ঞরা সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন প্রাক্তন ফুটবলারকে। সোমবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

আরও পড়ুন:Novak DJokovic: নাদালকে শুভেচ্ছা জোকোভিচের

Previous articleNovak DJokovic: নাদালকে শুভেচ্ছা জোকোভিচের
Next articleদেউচা পাচামি কোল ব্লকে জমিদাতাদের পরিবারের একজন চাকরি পাবেন: ঘোষণা মুখ্যমন্ত্রীর