Budget 2022: ৬০ লক্ষ কর্মসংস্থান হবে ৫ বছরে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

মঙ্গলবার সংসদে বাজেট(Central budget 2022) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala sitharaman। এই বাজেটে একাধিক ঘোষণার পাশাপাশি আত্মনির্ভর ভারতে আগামী পাঁচ বছরে বিপুল কর্মসংস্থান হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী(Finance Minister)।

এদিন সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “আগামী ৫ বছরে দেশে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান করা হবে।” পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়তে উৎপাদনের সঙ্গে যুক্ত ছাড় সহ একাধিক প্রকল্পে বিপুল সাড়া পাওয়া গিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। দেশের অর্থনৈতিক বৃদ্ধি ভারতের পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে বলে এদিন ঘোষণা করা হয়। এছাড়াও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের ব্যবহার বাড়িয়ে তোলার জন্য স্টার্টআপ সংস্থাগুলোকে ঘ্রাণশক্তি প্রকল্পের আওতায় উৎসাহ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। আর এই সমস্ত ক্ষেত্রে দেশে আগামী ৫ বছরে ৬০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হবে বলে জানান অর্থমন্ত্রী।

Previous articleEntertainment: আর সিঙ্গল নন বলিউডের হার্টথ্রব হৃতিক রোশন! নতুন প্রেমিকাকে নিয়ে চুপিসারে চলছে প্রেম
Next articleGautam Gambhir: কে এল রাহুলকে নিয়ে কী বললেন লক্ষনৌ দলের মেন্টর গৌতম গম্ভীর?