অতীতের ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৬৯৫ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৯,৫৫৮.৩৩ (⬆️ ১.১৮%)

🔹নিফটি ১৭,৭৮০.০০ (⬆️ ১.১৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও ওমিক্রন আতঙ্কে শেয়ারবাজার বড়সড় ধাক্কা খেলেও বাজেট ঘোষণার পর সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বুধবার ৬৯৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২০৩ পয়েন্ট।

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৬৯৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬৯৫.৭৬ পয়েন্ট বা ১.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৫৫৮.৩৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ২০৩.১৫ পয়েন্ট বা ১.১৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৭৮০.০০।

Previous articleসোশ্যাল মিডিয়াতে প্রেম; গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার মা ও মেয়ে
Next articleতৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে সপরিবারে বাঁটুল স্রষ্টা, নারয়ণ দেবনাথ