তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) কীভাবে বারবার বিজেপির(BJP) টার্গেট হচ্ছেন, নেতাজি ইন্ডোরের সভা থেকে বললেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পেগাসাস নিয়ে বলার সময় তিনি বলেন,” ওরা অভিষেক আর পিকের ফোন ট্যাপ করে রেখেছিল।” আবার এজেন্সির অপব্যবহার নিয়ে বলার সময় মমতা বলেন,” ওরা অভিষেককে আক্রমণ করতে গিয়ে ওর ব্যক্তিগত সচিব, উকিল, এমনকি ছোটবেলার বন্ধুদেরও ইডির নোটিস পাঠাচ্ছে। রাজনীতিতে পারছে না বলে এইসব চলছে। এভাবে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না।” নেত্রী এপ্রসঙ্গে অনুব্রত মন্ডলের কথাও বলেন। তিনি বলেন,” বীরভূমে পুরভোট আছে। তাই অসুস্থ অনুব্রতকেও ওরা বিব্রত করতে নেমেছে।”




















