Dhankar: কোনও যুক্তি নেই, আসল কথার জবাব না দিয়ে ‘বকবক’ ধনকড়ের

সংবাদে থাকতে ফের রাজ্যের বিরুদ্ধে পুরনো কথাই ফের চর্বিতচর্বণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এরপরেই তার জবাব দিতে আসরের নামেন রাজ্যপাল। তবে, তার কথায় কোনও যুক্তি নেই, না আছে মুখ্যমন্ত্রীর কথায় সঠিক জবাব। উল্টে পুরনো কথাই ‘বকবক’ করে গেলেন ধনকড়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজ্যপাল হিসেবে সংবিধান রক্ষা করাই আমার কাজ।” মা ক্যান্টিন নিয়েও ফের প্রশ্ন ধনকড়ের। বলেন, “কোনও টুইট (Tweet) প্রকাশ্যে এনেছি কি না, বলুন মুখ্যমন্ত্রী।” রাজ্যপালের প্রশ্ন শুনে অবাক সকলে। কারণ, সারাদিনে ডজন ডজন টুইট করেন রাজ্যপাল। রাজ্য, মুখ্যমন্ত্রী, শাসকদল সবার বিরুদ্ধে সেই টুইট। সেটি তিনি তাদের ট্যাগ করেন। আর কীভাবে টুইট তিনি প্রকাশ্যে আনবেন! এমনকী, সরকারি চিঠিপত্রও টুইটারে প্রকাশ করেন ধনকড়। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সেই একই কথা এদিনও বলেন, রাজ্যপাল তোলেন বিলের প্রসঙ্গ। অথচ এসব কোনও কথাই এদিন মুখ্যমন্ত্রী বলেননি। উল্টে রাজ্যে হিংসা বেড়ে যাওয়ার যে অভিযোগ রাজ্যপাল করেছেন তা নিয়েই তোপ দেগেছিলেন মমতা। তার উত্তর দিতে পারেননি ধনকড়। রাজনৈতিক মহলের মতে, নিতান্ত খবরে থাকতেই এই সাংবাদিক বৈঠক রাজ্যপালের।

Previous articleঅভিষেক নানাভাবে বিজেপির টার্গেট, বুঝিয়ে দিলেন মমতা
Next articleকমিশনের সর্বদলীয় বৈঠকে নির্বাচনী সময়সীমা  এক ঘন্টা বাড়ানোর অনুরোধ তৃণমূলের