School Reopening : আগামিকাল থেকে স্কুল খুলছে রাজ্যে

করোনা ভীতি কাটিয়ে আগামিকাল,  বৃহস্পতিবার থেকে ফের  স্কুল খুলছে রাজ্যে। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই শুধু  স্কুলে যাবে। অন্য শ্রেণির পড়ুয়ারাও যাতে খুব শীঘ্রই স্কুলে যেতে পারে সে ব্যাপারেও আশ্বস্ত করেছে স্কুল শিক্ষা দফতর।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোপুরি কোভিড বিধি মেনে স্কুল চালু করতে হবে। তাই যুদ্ধকালীন ভিত্তিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে স্যানিটাইজেশন করার কাজ চলছে  । জানা গিয়েছে, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির সব ক্লাস একই সময়ে হবে।  ক্লাস শুরুর আধ ঘন্টা আগে পড়ুয়াদের স্কুলে পৌঁছে যেতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল ক্লাসও শুরু হয়ে যাবে  ৩ ফেব্রুয়ারি থেকে।

Previous articleরানাঘাটের ছেলের বাজিমাত, কেন জানেন ?
Next articleMamata Bandopadhyay: ঘোড়ার পালকে রাজ্য শাসনে পাঠিয়েছে: নাম না করে ধনকড়কে তীব্র কটাক্ষ মমতার