৬-৭ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন, ইন্ডোরে জানালেন তৃণমূলনেত্রী

নেতাজি ইন্ডোরে দলীয় নির্বাচনে ফের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর মঞ্চ থেকে নেত্রী জানালেন, কম করে ৬-৭ জন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন। এই তথ্য দলীয় নেতৃত্বের সামনে রেখে নেত্রীর ঘোষণা, জোর করে কাউকে দলে নেওয়া হবে না। কেউ যদি কাজ করতে চেয়ে দলে আসতে চান, তাহলে তিনি বা তাঁরা দলে স্বাগত। ভালবেসে দলে আসতে হবে। দলীয় অনুশাসন মেনে চলতে হবে।

আরো পড়ুন – WHO:ভারতের মানচিত্র বিকৃত করার অভিযোগ, হু-কে কড়া বার্তা কেন্দ্রের

 

নেতাজি ইন্ডোরে হাততালির ঝড়ের মাঝে নেত্রী বলেন, মা-বোনেদের আরও বেশি করে দলে নিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে আরও এগিয়ে আসতে হবে। আমি চাই উত্তাল ছাত্র আন্দোলন। মানুষের প্রতিবাদের জায়গা হারাচ্ছে। আগামী দিন আরও জোরদার লড়াই হবে। এমন কোনও কাজ করা যাবে না, যাতে বিজেপি শক্তিশালী হয়।

Previous articleParay Sikhalay : কাল থেকেই শুরু পাড়ায় শিক্ষালয়
Next articleবাংলাকে সময় দিয়েও দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করব: হুঙ্কার মমতার