Paray Sikhalay : কাল থেকেই শুরু পাড়ায় শিক্ষালয়

৭ ফেব্রুয়ারি থেকে নয়, কাল, বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে পাড়ায় শিক্ষালয় (Paray Sikhalay)। কাল থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে (school reopening)। তার সঙ্গে তাল মিলিয়ে পাড়ায় শিক্ষালয় শুরু হয়ে যাচ্ছে।

স্কুল শিক্ষা দফতর থেকে বিদ্যালয় পরিদর্শকদের কাছে এই মর্মে নির্দেশও গিয়েছে। নির্দেশ, চালু করা হোক পাড়ায় শিক্ষালয়। পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির অন্তত একটি করে ক্লাস হবে। সপ্তাহে অন্তত দু’দিন দু’ঘন্টা করে ক্লাস হবে। প্রতিটি শ্রেণির ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে।

অন্যদিকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস কাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও। যে কারণে স্যানিটাইজেশনের কাজ চলছে স্কুল-বিশ্ববিদ্যালয়গুলিতে।

আরো পড়ুন – Sandhya Update: কেমন আছেন সন্ধ্যা? জানাল মেডিক্যাল বোর্ড

 

 

Previous articleWHO:ভারতের মানচিত্র বিকৃত করার অভিযোগ, হু-কে কড়া বার্তা কেন্দ্রের
Next article৬-৭ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন, ইন্ডোরে জানালেন তৃণমূলনেত্রী