লোকসভায় তাকে দেখে অনেকেই অবাক হয়েছেন।সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর ছবি। কারণ, তাকে এক ঝলক দেখলেই মনে হবে জটায়ু!এই রাজনীতিবিদের চেহারার সঙ্গে ফেলুদার সঙ্গী লালমোহনবাবু ওরফে জটায়ুর চেহারার আশ্চর্য মিল।একজন সোশ্যাল মিডিয়ায় লিখছেন, উনি নিশ্চয়ই ‘বিধানসভাকে পট্ভূমিকামে’ কোনও উপন্যাস লিখছেন। তাঁকে অবশ্য দেখা গিয়েছে লোকসভায়, বিধানসভায় নয়। ২০১৪ সাল থেকে বিজেপির সাংসদ হরিশ।

বর্তমানে তিনি বসতি লোকসভা কেন্দ্রের সাংসদ। গেরুয়া শিবিরের এই সাংসদের সঙ্গে স্বভাবগত কোনও মিলের পরিচয় নেই সাংসদের কিন্তু চেহারায় সন্তোষ দত্ত অভিনীত চরিত্রটির অদ্ভুত এই মিল নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। টিভিতে সংসদের অধিবেশন দেখতে দেখতে অনেকেই শেয়ার করতে থাকেন হরিশের ছবি। তাতে লাইক ও কমেন্ট করতে শুরু করেন বহু নেটিজেন।

বরং বলা ভাল, ৪৮ বছরের এই নেতা ঝড় তুলেছেন বাঙালির হৃদয়ে।তার দৌলতে আরও একবার মনে পড়ে গেল, সত্যজিত রায়ের অমর সৃষ্টি।
