কামারহাটি পুরভোটে প্রার্থী মদন মিত্রের পুত্রবধূ

প্রিয় বিধায়কের পুত্রবধূকে প্রার্থী হিসেবে পেয়ে দারুণ খুশি ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা

আসন্ন পৌরসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার কামারহাটি থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাপ্ত মন্ত্রী তথা বিধায়ক মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র। কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে মদনবাবুর ছোট ছেলে শুভরূপের স্ত্রী মেঘনাকে। প্রিয় বিধায়কের পুত্রবধূকে প্রার্থী হিসেবে পেয়ে দারুণ খুশি ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রার্থী তালিকা হাতে পাওয়ার পর থেকে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মেঘনা মিত্রের সমর্থনে শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে মদন মিত্রর (Madan Mitra) বড় ছেলের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। অভিযোগকারী ছিলেন তৃণমূল বিধায়কের বড় ছেলের স্ত্রী স্বাতী রায়। ফেসবুকে ভিডিও আপলোড করে মিত্র পরিবারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। যদিও, গোটা বিষয়টিকে ”অত্যন্ত দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করেছিলেন মদন মিত্র। এবার তাঁর ছোট ছেলের স্ত্রী তৃণমূলের প্রার্থী হওয়ার পরোক্ষে শ্বশুর মদন মিত্রকেই কৃতিত্ব দিচ্ছেন কামারহাটির মানুষ।

 

আরও পড়ুন:ফি বাড়িয়ে বিতর্কে উঠে আসা JNU-র সেই উপাচার্য এবার UGC অধ্যক্ষ পদে


Previous articleফি বাড়িয়ে বিতর্কে উঠে আসা JNU-র সেই উপাচার্য এবার UGC অধ্যক্ষ পদে
Next articleSourav Ganguly: ‘আমি সেই কাজটাই করি যা BCCI-এর সভাপতির করা উচিত’: সৌরভ